ব্যতিক্রমী বন্ধু দিবস উদযাপন ইয়ামাহা রাইডারস ক্লাবের
‘আপনার সচেতনতা আমার নিরাপত্তা’ স্লোগান সামনে রেখে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে বন্ধু দিবস উদযাপন করেছেন ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা।
রবিবার (৭ আগস্ট) বন্ধু দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় তারা বন্ধু দিবস উদযাপন করেন।
সড়ক দুর্ঘটনা কমানো ও সড়কে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাস ও ট্রাকচালকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কার্যক্রম হাতে নেন তারা। এ আয়োজনের অংশ হিসেবে ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, যশোর, চট্টগ্রামসহ দেশের ১২টি জেলায় বাস ও ট্রাক স্ট্যান্ডে চালকদের সঙ্গে সড়ক সচেনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ক্লাবের সদস্যরা।
এ ছাড়াও ক্লাবের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন পোস্ট শেয়ার করেন। সড়ক দুর্ঘটনার বেশিরভাগই চালকের অসতর্কতার জন্য হয়। রাস্তায় ছোট-বড় সব যানবাহনগুলোর চালকেরা যদি সতর্কতার সঙ্গে যানবাহন চালান তাহলে দুর্ঘটনা কমে আসবে।
বংলাদেশে ইয়ামাহা রাইডারস ক্লাবের প্রায় ৫ হাজারের বেশি নিবন্ধিত সদস্য। এই কমিউনিটির সদস্যরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেন।
এসএন