বেক্সিমকোর ৩ কোম্পানিতে ২৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকস-এ ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৩১ ডিসেম্বর এই আদেশ জারি করা হয়, যা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
বিএসইসির মুখপাত্র রেজাউল করিম জানান, কোম্পানিগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকলেও নতুন নিয়োগকৃত পরিচালকরা তাদের সঙ্গে যুক্ত হবেন।
চেয়ারম্যান পরিবর্তন নিয়ে বিএসইসির কোনো নির্দেশনা নেই। তবে পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন নতুন পরিচালকরা।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশে এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সম্পর্কিত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়।
যারা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন- বেক্সিমকো লিমিটেডে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফিনিজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালট্যান্ট শেখ নাহার মাহমুদ ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। আলোচ্য নয় স্বতন্ত্র পরিচালক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডেরও স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন। এছাড়া শাইনপুকুর সিরামিকস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে অধ্যাপক মো. শাহিনুর ইসলাম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মির্জা আমিনুর রহমান, এম নুরুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও আনোয়ার হোসেনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বিএসইসি।
নির্বাচিত পরিচালকরা পরবর্তী পরিচালনা পর্ষদ সভা থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
এ সিদ্ধান্তের ফলে বেক্সিমকোর কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা এবং শৃঙ্খলা বৃদ্ধি পাবে বলে আশা করছে বিএসইসি।