কয়েকটি চা বাগানের জন্য কয়েকজন ব্যবস্থাপক নেওয়া হবে
প্রতিষ্ঠানের ধরন : কয়েকটি চা কম্পানির মালিক একটি ব্যবসায়ী চা কম্পানি।
পদের নাম : সিনিয়র ম্যানেজার।
পদের সংখ্যা : কয়েকটি।
কর্মযোগ্যতা : ১৫ থেকে ২০ বছরের চা কম্পানিতে কর্মঅভিজ্ঞতা।
কাজ করতে হবে : পুরো চা বাগানটিকে নিয়ন্ত্রণ ও পরিচালনার দক্ষতা সম্পন্ন হতে হবে।
শারিরীক যোগ্যতা : অবশ্যই শারিরীকভাবে স্বক্ষম হতে হবে। আত্মনির্ভরশীল হতে হবে। চা বাগানে নেতৃত্বদানের পদে নেতৃত্ব যোগ্যতা সম্পন্ন হতে হবে। চা শ্রমিক ও তাদের পরিবারের সঙ্গে কাজ করতে হবে। তাদের পরিচালনার যোগ্যতা সম্পন্ন হতে হবে। ব্যবস্থাপনা বিভাগের কাজগুলো তাদের সঙ্গে করতে পারতে হবে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : নিজের প্রাতিষ্ঠানিক কর্মযোগ্যতা ও দক্ষতাসম্পন্ন হতে হবে। চা বাগানের চাষ থেকে সর্বশেষ কাজগুলো অ্যাকাডেমিক এবং কর্মসূত্রে করার যোগ্যতাসম্পন্ন হতে হবে। আধুনিক শিক্ষা ও কর্ম নিয়মে এবং ভিশনারি উপায়ে চা বাগানের উন্নয়ন, পরিচালনা ও কার্যক্রম দক্ষতা সম্পন্ন হতে হবে। চা শিল্প ব্যবস্থাপনার যোগ্যতা সম্পন্ন হতে হবে বাগানে এবং প্রয়োজনে কারখানাতে।
বয়স : ৫০ বছরের বেশি নয়।
কম্পিউটার দক্ষতা : মেইল পরিচালনা, চা শিল্প সংশ্লিষ্ট মেইল করতে পারা ও উত্তর প্রদান এবং কার্য হাসিলের দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি’ বিভাগ থেকে অনার্স ও মাস্টাস পাশ করা ছাত্র, ছাত্রীরা আবেদনে অগ্রাধিকার লাভ করবেন। এছাড়াও কৃষি এবং খাদ্য সংশ্লিষ্ট বিভাগের প্রার্থীরা আবেদনের যোগ্য। তাছাড়াও কর্মদক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে। বাংলা এবং ইংরেজি ও চা বাগানের শ্রমিকদের ভাষা ভালোভাবে জানতে হবে। বাংলা ও ইংরেজিতে লিখিত এবং মৌখিক দক্ষতা অপরিহার্য।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদন করতে হবে ইংরেজিতে। সেখানে সব শিক্ষাগত, কর্ম এবং প্রশিক্ষণ যোগ্যতা ও চা বাগান সংশ্লিষ্ট কমকাণ্ডের পূর্ণ বিবরণ প্রদান করতে হবে। চা বাগানের উন্নয়ন এবং চা শিল্পের বিকাশে কোনো বিশেষ অবদান থেকে থাকলে প্রদান করতে হবে। শিক্ষাগত, কর্ম, প্রশিক্ষণ যোগ্যতা ও চা বাগান সংশ্লিষ্ট কমকাণ্ড, বাগানের উন্নয়ন এবং চা শিল্পের বিকাশের প্রয়োজনীয় সকল সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে। আবেদনের কোথাও কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। শৃংখলা বিরোধী কোনো কাজে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। কর্মনিষ্ঠ, আন্তরিক, সৎ ও দক্ষ কর্মীদের নিয়োগ প্রদানের জন্য বিশেষভাবে বিবেচনা করা হবে। সরকারের সঙ্গে কাজের যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। বিদেশী ও দেশী ক্রেতাদের সঙ্গে কাজের যোগ্যতা থাকতে হবে।
আবেদন করতে হবে : কুরিয়ারের মাধ্যমে বা দ্রুত যোগাযোগ দক্ষতা সম্পন্ন কোনো মাধ্যমে আবেদন করতে হবে এই ঠিকানায়-প্রথম আলো, বক্স নং-০৪/২০২২। মাধ্যম, দৈনিক প্রথম আলো, ১৯, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
উল্লেখ্য : খামের ওপর সিনিয়র ম্যানেজার, চা বাগান লিখতে হবে। নিজের নাম, মেইল, মোবাইল আইডি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০ অক্টোবর।
ওএফএস।