২৬ পদে শিক্ষক ও কর্মকর্তা নেবে ঢাকার বনশ্রীর আদর্শ বিদ্যানিকেতন
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন।
বিদ্যালয়ের ধরণ : অ-এমপিওভুক্ত। নিজস্ব অর্থায়নে পরিচালিত। বেসরকারী প্রতিষ্ঠান।
মোবাইল নম্বর : ০১৩০৬-৬৮০৬৭০, ০২-৫৫১২৩৩৪০।
১. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : গণিত।
পদের সংখ্যা : পাঁচটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে গণিতে অনার্স, মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের নার্সারি থেকে ১০ম শ্রেণীর যেকোনো শ্রেণীতে গণিত পাঠদান করতে হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
২. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
পদের সংখ্যা : তিনটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের যেকোনো বিভাগ থেকে অনার্স, মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের নার্সারি থেকে ১০ম শ্রেণীর যেকোনো শ্রেণীতে গণিত পাঠদান করতে হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৩. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : পদার্থবিজ্ঞান।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বা ফিজিক্সে অনার্স, মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের যেকোনো শ্রেণীতে ফিজিক্স পাঠদান করতে হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৪. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : রসায়নবিজ্ঞান।
পদের সংখ্যা : চারটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বা কেমিস্ট্রিতে অনার্স, মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের যেকোনো শ্রেণীতে রসায়ন বা কেমিস্ট্রি পাঠদান করতে হবে।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৫. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা কম্পিউটার বিজ্ঞান।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)সহ সিএসই অনুষদের যেকোনো বিভাগ বিভাগ অনার্স বা মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের যেকোনো শ্রেণীতে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা কম্পিউটার বিজ্ঞানে পাঠদান ও প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৬. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে বিবিএ বা এমবিএ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের হিসাববিজ্ঞানসহ বাণিজ্যের ক্লাসগুলো নিতে হবে।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৭. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের যেকোনো বিভাগ থেকে বিবিএ বা এমবিএ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের হিসাববিজ্ঞানসহ বাণিজ্যের ক্লাসগুলো নিতে হবে।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৮. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : কৃষিবিজ্ঞান।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও সংশ্লিষ্ট যেকোনো বিভাগ থেকে অনার্স বা মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
পাঠদান করতে হবে : এই বিদ্যালয়ের কৃষিবিয়ক শ্রেণী পাঠদান করতে হবে ও প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাতে হবে।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন থাকলে অগ্রাধিকার লাভ করবেন। বিএড বা এমএড ডিগ্রি প্রযোজ্য হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
বিদ্যালয়ের ধরণ : মনিং, মিড ও ডে শিফটের যেকোনো শিফটে পছন্দানুসারে নিয়মিতভাবে ক্লাস করাতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। সব পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : যেকোনো ব্যাংক থেকে বরাবর প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯-এই ঠিকানা অনুসারে তিনশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট করতে হবে ও আবেদনে যুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফটসহ এক সেট আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশন ক্লাসের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
৯. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : কম্পিউটার।
পদের সংখ্যা : দুইটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাবোর্ড থেকে অন্তত এসএসসি পাশ।
কাজ করতে হবে : এই বিদ্যালয়ের অফিস ও শিক্ষকদের সাহায্যকারী হিসেবে কাজ করতে হবে। প্রাথীকে অবশ্যিই কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে। মেইল, বাংলা টাইপ জানতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ফটোশপের কাজ পারলে অগ্রাধিকার লাভ করবেন।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে। বিএড, এমএড বা শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে।
আবেদন করবেন : আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে। খামের ওপর নিজের পদের নাম, নাম, মোবাইল উল্লেখ করতে হবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক ও ডেমোনেস্ট্রেশনের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।
১০. পদের নাম : অফিস সহকারী।
পদের সংখ্যা : পাঁচটি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শিক্ষাবোর্ড থেকে অন্তত এসএসসি পাশ।
কাজ করতে হবে : এই বিদ্যালয়ের অফিস ও শিক্ষকদের সাহায্যকারী হিসেবে কাজ করতে হবে। প্রার্থীকে অবশ্যিই বাংলা জানতে হবে। ভালো আচরণের অধিকারী হতে হবে। কর্মঠ ও মনোযোগী হতে হবে।
বয়স : অনুধ্ব ৩৫ বছর। ১৯৮৭ সালের ১ জানুয়ারি থেকে হিসেব করা হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র তৈরি করতে হবে ইংরেজি বা বাংলাতে। তাতে শিক্ষাগত যোগ্যতানুসারে প্রয়োজনীয় তথ্যাদি, মোবাইল ও মেইল এবং দুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রদান করতে হবে। পাবলিক পরীক্ষা পাশের সার্টিফিকেট সত্যায়িত করে প্রদান করতে হবে। চাকরিরত হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো প্রশিক্ষণ থেকে থাকলে সত্যায়িত সার্টিফিকেট যুক্ত করতে হবে। ভোটার আইডি কার্ড বা নাগরিকত্বের সত্যায়িত সনদ ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিয়ে প্রদান করতে হবে।
আবেদন করবেন : আবেদনপত্র হিসেবে বরাবর, প্রধান শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন, বনশ্রী, ঢাকা, আফতাবনগরের পরের গলি, প্রধান সড়কের পাশে, ব্লক-ই, বাড়ি-৩, ঢাকা-১২১৯ এই ঠিকানায় ডাকে বা হাতে প্রদান করা যাবে। খামের ওপর নিজের পদের নাম, নাম, মোবাইল উল্লেখ করতে হবে।
নিয়োগের ধরণ : লিখিত, মৌখিক পরীক্ষার সময় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাবেন।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২, সকাল আটটা থেকে বিকেল পাঁচটার মধ্যে।
প্রারম্ভিক বেতন : ৮ হাজার টাকা। পারফরমেন্সের ভিত্তিতে বেতন ও ভাতাদি বাড়ানো হবে।