চার পদে জনবল নেবে জেইএসসি
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম : যশোর স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি)।
১. পদের নাম : জুনিয়র শিক্ষক।
বিভাগের নাম : সাধারণ।
পদের সংখ্যা : দুটি।
বয়স : ১ মে ২০২২ তারিখের মধ্যে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর, সিজিপিএ পদ্ধতিতে এসএসসি ও এইচএসসিতে ৫.০০’র মধ্যে অন্তত ২.৫০ পেতে হবে। অনার্স ও মাস্টার্স লেভেলের জিপিএ পদ্ধতিতে দ্বিতীয় বিভাগের সমমানের ফলাফল থাকতে হবে।
উল্লেখ্য : শিক্ষাজীবনের কোনো পযায়ে তৃতীয় শ্রেণী ও সমমানের জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ইংরেজিতে পাঠদানে দক্ষ হতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের খামের ওপর নিজের, পদের, মোবাইল ও জেলার নাম উল্লেখ করতে হবে।
অগ্রাধিকার : বিএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভার্সনের ইংরেজি মিডিয়ামে শিক্ষকতার অভিজ্ঞতা অগ্রাধিকার লাভ করবে।
পারদর্শীতা : ইংরেজি বলা ও লেখায় পারদর্শীদের নিয়োগ দেওয়া হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় চাকুরি গ্রেডের ১১তম অবস্থানে বেতন ও ভাতাগুলো লাভ করবেন। এর বাদেও প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদান করা হবে।
বেতন, বৃদ্ধি ও সুবিধাদি : প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বেতন স্বপদে বাড়বে। বাড়ি ভাড়া মূল বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ হারে বাড়ানো হবে। মাসে চিকিৎসা ভাতা দেওয়া হবে ১৫শ টাকা। শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে মাসে ৫শ টাকা। দুই সন্তান থাকলে মাসে ১ হাজার। মূল বেতনের সমান বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে। নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হিসেবে। যাতায়াত ভাতা দেওয়া হবে মাসে ৩শ টাকা। ধৌত ভাতা মাসে ১শ টাকা। টিফিন ভাতা মাসে ৩শ। অডিট ফি শিক্ষক মাসে ৩শ ও স্টাফ ১শ টাকা।
ফান্ড : এই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট, গ্রাচুয়িটি ফান্ড আছে। শ্রেণী শিক্ষক, রুটিন কমিটি ভাতা আছে। নিজস্ব যানবাহন আছে, তাতে কম খরচে যাতায়াত করা যাবে। কো-অর্ডিনেটর ভাতা, মোবাইল বিল, প্রাথমিক মেডিক্যাল সুবিধা আছে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে। চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণ থেকে থাকলে নিয়মানুযায়ী সত্যায়িত করে প্রদান করতে হবে। নাগরিকত্বের সত্যায়িত কপি দিতে হবে।
যেভাবে আবেদন করবেন : যেকোনো তফসিলি ব্যাংক থেকে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), অধ্যক্ষ লে. কর্ণেল মো. আলাউল কবীর, যশোর সেনানিবাস-এই ঠিকানা বরাবর এক হাজার টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
পরীক্ষার সময় : প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক, পাঠদান যাছাই এবং দক্ষতা যাছাই পরীক্ষা ২৬ মে বৃহস্পতিবার সকাল ৯টায় যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), যশোর সেনানিবাসে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
২. পদের নাম : ডেমোনেস্ট্রেটর।
বিভাগের নাম : রসায়ন।
পদের সংখ্যা : একটি।
বয়স : ১ মে ২০২২ তারিখের মধ্যে বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অন্তত দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর, সিজিপিএ পদ্ধতিতে এসএসসি ও এইচএসসিতে ৫.০০’র মধ্যে অন্তত ২.৫০ পেতে হবে। অনার্স ও মাস্টার্স লেভেলের জিপিএ পদ্ধতিতে দ্বিতীয় বিভাগের সমমানের ফালাফল থাকতে হবে। এর বাদেও তিন বছরের বিএসসি ও বিএ পাশ প্রাথীরা আবেদনের যোগ্য।
উল্লেখ্য : শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী ও সমমানের জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন। চাকরিরত প্রাথীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের খামের ওপর নিজের, পদের, মোবাইল ও জেলার নাম উল্লেখ করতে হবে।
পারদর্শীতা : কম্পিউটার ব্যবহার ও হিসাব সংরক্ষণের কাজে পারদর্শী হতে হবে। ইংরেজি বলা এবং লেখায় পারদর্শীতা থাকতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় চাকুরি গ্রেডের ১৫তম অবস্থানে বেতন ও ভাতাগুলো লাভ করবেন। এর বাদেও এই প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদান করা হবে।
বেতন, বৃদ্ধি ও সুবিধাদি : প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বেতন স্বপদে বাড়বে। বাড়ি ভাড়া মূল বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ হারে বাড়ানো হবে। মাসে চিকিৎসা ভাতা দেওয়া হবে ১৫শ টাকা। শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে মাসে ৫শ টাকা। দুই সন্তান থাকলে মাসে ১ হাজার। মূল বেতনের সমান বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে। নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হিসেবে। যাতায়াত ভাতা দেওয়া হবে মাসে ৩শ টাকা। ধৌত ভাতা মাসে ১শ টাকা। টিফিন ভাতা মাসে ৩শ। অডিট ফি স্টাফ মাসে ১শ টাকা।
ফান্ড : এই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট, গ্রাচুয়িটি ফান্ড আছে। নিজস্ব যানবাহন আছে, তাতে কম খরচে যাতায়াত করা যাবে। কো-অর্ডিনেটর ভাতা, মোবাইল বিল, প্রাথমিক মেডিক্যাল সুবিধা আছে।
যেভাবে আবেদন করবেন : যেকোনো তফসিলি ব্যাংক থেকে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), অধ্যক্ষ লে. কর্ণেল মো. আলাউল কবীর, যশোর সেনানিবাস-এই ঠিকানা বরাবর পাঁচশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে। চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণ থেকে থাকলে নিয়মানুযায়ী সত্যায়িত করে প্রদান করতে হবে। নাগরিকত্বের সত্যায়িত কপি দিতে হবে।
পরীক্ষার সময় : প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক এবং দক্ষতা যাছাই পরীক্ষা ২৬ মে বৃহস্পতিবার সকাল ৯টায় যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), যশোর সেনানিবাসে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
৩. পদের নাম : অফিস সহকারী।
বিভাগের নাম : হিসাব বিভাগ।
পদের সংখ্যা : একটি।
বয়স : ১ মে ২০২২ তারিখের মধ্যে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে বাণিজ্যের যেকোনো শাখা থেকে অন্তত দ্বিতীয় শ্রেণীতে বিবিএ পাশ। সিজিপিএ পদ্ধতিতে এসএসসি ও এইচএসসিতে ৫.০০’র মধ্যে অন্তত ২.৫০ পেতে হবে। অনার্স ও মাস্টার্স লেভেলের জিপিএ পদ্ধতিতে দ্বিতীয় বিভাগের সমমানের ফলাফল থাকতে হবে।
উল্লেখ্য : শিক্ষাজীবনের কোনো পযায়ে তৃতীয় শ্রেণী ও সমমানের জিপিএ ও সিজিপিএ গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের খামের ওপর নিজের, পদের, মোবাইল ও জেলার নাম উল্লেখ করতে হবে।
অগ্রাধিকার : যেকোনো প্রতিষ্ঠানে হিসাব বিভাগে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার প্রাপ্য হবে।
পারদশীতা : ইংরেজি বলা এবং লেখায় পারদশীতা থাকতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় চাকুরি গ্রেডের ১৬তম অবস্থানে বেতন ও ভাতাগুলো লাভ করবেন। এর বাদেও এই প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদান করা হবে।
বেতন, বৃদ্ধি ও সুবিধাদি : প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বেতন স্বপদে বাড়বে। বাড়ি ভাড়া মূল বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ হারে বাড়ানো হবে। মাসে চিকিৎসা ভাতা দেওয়া হবে ১৫শ টাকা। শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে মাসে ৫শ টাকা। দুই সন্তান থাকলে মাসে ১ হাজার। মূল বেতনের সমান বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে। নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হিসেবে। যাতায়াত ভাতা দেওয়া হবে মাসে ৩শ টাকা। ধৌত ভাতা মাসে ১শ টাকা। টিফিন ভাতা মাসে ৩শ। অডিট ফি স্টাফ মাসে ১শ টাকা।
ফান্ড : এই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট, গ্রাচুয়িটি ফান্ড আছে। নিজস্ব যানবাহন আছে, তাতে কম খরচে যাতায়াত করা যাবে। কো-অর্ডিনেটর ভাতা, মোবাইল বিল, প্রাথমিক মেডিক্যাল সুবিধা আছে।
যেভাবে আবেদন করবেন : যেকোনো তফসিলি ব্যাংক থেকে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), অধ্যক্ষ লে. কর্ণেল মো. আলাউল কবীর, যশোর সেনানিবাস-এই ঠিকানা বরাবর পাঁচশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা হাতে, হাতে এই ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের নিয়ম : একটি ইংরেজিতে পূর্ণ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে। চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা এবং প্রশিক্ষণ থেকে থাকলে নিয়মানুযায়ী সত্যায়িত করে প্রদান করতে হবে। নাগরিকত্বের সত্যায়িত কপি দিতে হবে।
পরীক্ষার সময় : প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক এবং দক্ষতা যাছাই পরীক্ষা ২৬ মে বৃহস্পতিবার সকাল ৯টায় যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), যশোর সেনানিবাসে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।
৪. পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : একটি।
বয়স : ১ মে ২০২২ তারিখের মধ্যে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্তত এসএসসি পাশ হতে হবে।
বেতন, ভাতা : ২০১৫ সালের জাতীয় চাকুরি গ্রেডের ২০তম অবস্থানে বেতন ও ভাতাগুলো লাভ করবেন। এর বাদেও এই প্রতিষ্ঠানের সুবিধাদি প্রদান করা হবে।
বেতন, বৃদ্ধি ও সুবিধাদি : প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বেতন স্বপদে বাড়বে। বাড়ি ভাড়া মূল বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ হারে বাড়ানো হবে। মাসে চিকিৎসা ভাতা দেওয়া হবে ১৫শ টাকা। শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে মাসে ৫শ টাকা। দুই সন্তান থাকলে মাসে ১ হাজার। মূল বেতনের সমান বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে। নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হিসেবে। যাতায়াত ভাতা দেওয়া হবে মাসে ৩শ টাকা। ধৌত ভাতা মাসে ১শ টাকা। টিফিন ভাতা মাসে ৩শ। অডিট ফি স্টাফ মাসে ১শ টাকা।
ফান্ড : এই প্রতিষ্ঠানের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট, গ্রাচুয়িটি ফান্ড আছে। নিজস্ব যানবাহন আছে, তাতে কম খরচে যাতায়াত করা যাবে। কো-অর্ডিনেটর ভাতা, মোবাইল বিল, প্রাথমিক মেডিক্যাল সুবিধা আছে।
উল্লেখ্য : চাকরিরত প্রাথীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের খামের ওপর নিজের, পদের, মোবাইল ও জেলার নাম উল্লেখ করতে হবে।
যেভাবে আবেদন করবেন : যেকোনো তফসিলি ব্যাংক থেকে যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), অধ্যক্ষ লে. কর্ণেল মো. আলাউল কবীর, যশোর সেনানিবাস-এই ঠিকানা বরাবর পাঁচশ টাকার অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটানুসারে তৈরি করতে হবে। চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। আবেদনের সঙ্গে সব শিক্ষাগত ও কর্মযোগ্যতা থেকে থাকলে নিয়মানুযায়ী সত্যায়িত করে প্রদান করতে হবে। নাগরিকত্বের সত্যায়িত কপি দিতে হবে।
পরীক্ষার সময় : প্রাথমিক বাছাইয়ের পর লিখিত ও মৌখিক এবং দক্ষতা যাছাই পরীক্ষা ২৬ মে বৃহস্পতিবার সকাল ৯টায় যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেইএসসি), যশোর সেনানিবাসে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২২, অফিস সময়ের মধ্যে।