গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে অধ্যাপক থেকে লেকচারার নেওয়া হবে
১. পদের নাম : অধ্যক্ষ।
পদের সংখ্যা : একটি।
চাকরি করবেন : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে নিয়োগের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষা, কর্ম ও গবেষণা প্রকাশনা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
২. পদের নাম : অধ্যক্ষ।
পদের সংখ্যা : একটি।
চাকরি করবেন : গণস্বাস্থ্য সমাজভিত্তিক নার্সিং ইনস্টিটিউশনে।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : এমএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে ও ১০ বছরের প্রাতিষ্ঠানিক কমঅভিজ্ঞতা প্রয়োজন। অধ্যক্ষ হিসেবে যেকোনো ভালো ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল ইনস্টিটিউশনে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৩. ২. পদের নাম : অধ্যাপক।
পদের সংখ্যা : একটি করে।
চাকরি করবেন : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : অ্যানাটমি, ফিজিওলজি, বায়ো-কেমিস্ট্রি, ফার্মাকোলজি, ইউরোলজি, প্যাথলজি, ইঅ্যান্ডটি, মাইক্রো-বায়োলজি, ইন্র্টানাল মেডিসিন, নিউরো-মেডিসিন, রেসপারেটরি মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, গ্যাস্ট্রো-এন্টারোলজি, অ্যানাসথেশিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং-মোট ১৭ জন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের বিভাগগুলোর নাম : সায়েন্স অব ডেন্টাল ম্যাটেয়ারিয়ালস, ওরাল অ্যানাটমি, ডেন্টাল ফার্মাকোলজি, পেরিও-ডেন্টালজি অ্যান্ড ওরাল প্যাথলজি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, এনডোডনটিকস, প্রসটেথিকস, পেস্থোডনটিকস, ওরাল অ্যান্ড ম্যাক্সোফেশিয়াল সার্জারি-মোট ৯টি পদ।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে নিয়োগের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষা, কর্ম ও গবেষণা প্রকাশনা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৪. পদের নাম : সহযোগী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি করে।
চাকরি করবেন : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : অ্যানাটমি, ফিজিওলজি, বায়ো-কেমিস্ট্রি, ফার্মাকোলজি, ইউরোলজি, প্যাথলজি, ইঅ্যান্ডটি, মাইক্রো-বায়োলজি, ইন্র্টানাল মেডিসিন, নিউরো-মেডিসিন, রেসপারেটরি মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, গ্যাস্ট্রো-এন্টারোলজি, অ্যানাসথেশিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং-মোট ১৭ জন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের বিভাগগুলোর নাম : সায়েন্স অব ডেন্টাল ম্যাটেয়ারিয়ালস, ওরাল অ্যানাটমি, ডেন্টাল ফার্মাকোলজি, পেরিও-ডেন্টালজি অ্যান্ড ওরাল প্যাথলজি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, এনডোডনটিকস, প্রসটেথিকস, পেস্থোডনটিকস, ওরাল অ্যান্ড ম্যাক্সোফেশিয়াল সার্জারি-মোট ৯টি পদ।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে নিয়োগের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষা, কর্ম ও গবেষণা প্রকাশনা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৫. পদের নাম : সহকারী অধ্যাপক।
পদের সংখ্যা : একটি করে।
চাকরি করবেন : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : অ্যানাটমি, ফিজিওলজি, বায়ো-কেমিস্ট্রি, ফার্মাকোলজি, ইউরোলজি, প্যাথলজি, ইঅ্যান্ডটি, মাইক্রো-বায়োলজি, ইন্র্টানাল মেডিসিন, নিউরো-মেডিসিন, রেসপারেটরি মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, গ্যাস্ট্রো-এন্টারোলজি, অ্যানাসথেশিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং-মোট ১৭ জন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের বিভাগগুলোর নাম : সায়েন্স অব ডেন্টাল ম্যাটেয়ারিয়ালস, ওরাল অ্যানাটমি, ডেন্টাল ফার্মাকোলজি, পেরিও-ডেন্টালজি অ্যান্ড ওরাল প্যাথলজি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, এনডোডনটিকস, প্রসটেথিকস, পেস্থোডনটিকস, ওরাল অ্যান্ড ম্যাক্সোফেশিয়াল সার্জারি-মোট ৯টি পদ।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে নিয়োগের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষা, কর্ম ও গবেষণা প্রকাশনা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৬. পদের নাম : কনসালটেন্ট।
পদের সংখ্যা : একটি করে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : মেডিসিন, সার্জারি, এন্ডো-ক্রাইনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যানাসথেশিওলজি (কার্ডিয়াক)-মোট ৬ জন।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজে নিয়োগের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় শিক্ষা, কর্ম ও গবেষণা প্রকাশনা থাকতে হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৭. পদের নাম : রেজিস্ট্রার।
নিয়োগ দেওয়া হবে: ক্লিনিক্যাল বিষয়গুলোতে।
পদের সংখ্যা : একটি করে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : মেডিসিন, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ইঅ্যান্ডটি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নিউরো-সার্জারি-মোট ৬ জন।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। যেকোনো ভালো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর প্রশিক্ষণ বা ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৮. পদের নাম : সহকারী রেজিস্ট্রার।
নিয়োগ দেওয়া হবে: ক্লিনিক্যাল বিষয়গুলোতে।
পদের সংখ্যা : একটি করে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : মেডিসিন, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ইঅ্যান্ডটি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নিউরো-সার্জারি-মোট ৬ জন।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। যেকোনো ভালো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস। অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর প্রশিক্ষণ বা ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা ও প্রকাশনা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। প্রকাশনাগুলোর সূত্র বা প্রয়োজনীয় কপি প্রদান করতে হবে। প্রশিক্ষণ উল্লেখ করতে হবে ও সত্যায়িত সার্টিফিকেট দিতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।
৯. ৭. পদের নাম : লেকচারার বা এমও।
পদের সংখ্যা : একটি করে।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের বিভাগগুলোর নাম : অ্যানাটমি, ফিজিওলজি, বায়ো-কেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথলজি, মাইক্রো-বায়োলজি-মোট ৯ জন।
শিক্ষাগত ও কর্মযোগ্যতা : বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)’র নীতিমালা অনুসারে নিয়োগ প্রদান করা হবে। যেকোনো ভালো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস। লেকচারার বা প্রভাষক পদে ভালো ফলাফল অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম : একটি পূর্ণ ইংরেজি আবেদনপত্রে সার্টিফিকেটানুসারে সব শিক্ষা, কর্ম, অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো সত্যায়িত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা : বরাবর, অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পোস্ট : মির্জানগর, ভায়া : সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা-১৩৪৪। অথবা গণস্বাস্থ্য নগর হাসপাতাল, রোড-৬, বাড়ি-১৫, ঢাকা-১২০৫। ডাকে বা হাতে, হাতে আবেদনপত্র দেওয়া যাবে। প্রিন্সিপাল স্যারের ইমেইল ঠিকানা-principal@gonosvmc.edu.bd. তার অফিসের ফোন নম্বর হলো-০২৭৭৯২২২৫, মেডিক্যাল কলেজটির ওয়েবসাইট: www.gonosvmc.edu.bd.
উল্লেখ্য : খামের ওপর নিজের নাম, পদের নাম, মোবাইল ও ঠিকানা উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ কর্তৃপক্ষ জানাবেন। সেদিন সব সনদ ও ডকুমেন্টসের আসল কপি নিয়ে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ : ২০ মে, ২০২২। অফিস সময়।