ঢাকার ওয়ারীর শেরে বাংলা স্কুলে ৮ জন শিক্ষক নেওয়া হবে
মহাবিদ্যালয়ের নাম : শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (নারীশিক্ষা মন্দির)।
ধরন : পুরোনো ঢাকার অত্যন্ত নামকরা বালিকা বিদ্যালয়। এটিই অত্র অঞ্চলের সবচেয়ে নামকরা নারী শিক্ষাকেন্দ্র।
১. পদের নাম : সহকারী শিক্ষক।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পাঠদান করবেন : প্রাথমিক শ্রেণীতে।
পদের সংখ্যা : ২টি।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক।
বেতন : আলোচনার মাধ্যমে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
২. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : বাংলা।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ মাস্টার্স।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পূর্ণকালের হবার সম্ভাবনা আছে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
৩. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : ইংরেজি।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টাস বা সমমানে পাশ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পূর্ণকালের হবার সম্ভাবনা আছে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
৪. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : পদাথবিজ্ঞান।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদাথবিদ্যায় অনার্স, মাস্টার্স বা সমমানে পাশ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পূর্ণকালের হবার সম্ভাবনা আছে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
৫. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : রসায়নবিজ্ঞান।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যায় অনার্স, মাস্টার্স বা সমমানে পাশ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পূর্ণকালের হবার সম্ভাবনা আছে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
৬. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : জীববিজ্ঞান।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় অনার্স, মাস্টার্স বা সমমানে পাশ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পূর্ণকালের হবার সম্ভাবনা আছে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
৭. পদের নাম : সহকারী শিক্ষক।
বিষয়ের নাম : সমাজবিজ্ঞান।
নিয়োগ দান করা হবে : খন্ডকালে।
পদের সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স, মাস্টার্স বা সমমানে পাশ।
অগ্রাধিকার : শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পূর্ণকালের হবার সম্ভাবনা আছে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট সত্যায়িত আকারে প্রদান করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের সঙ্গে : অফেরৎযোগ্য ৩শ টাকার ব্যাংক ড্রাফটের কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
৮. পদের নাম : অফিস সহায়ক কাম পিয়ন।
কাজ করবেন : বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ে।
নিয়োগ দান করা হবে : পূর্ণকালে।
পদের সংখ্যা : ২টি।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানে পাশ।
অগ্রাধিকার : ভালো ও ভদ্র এবং সৎ।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরিতে বেতন বাড়বে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ইমেইল ঠিকানা : sherebangla.bm@gmail.com.
কলেজের ওয়েব সাইট : www.sbbm.edu.bd.
১০. পদের নাম : দারোয়ান।
কাজ করবেন : গেটে ও মহাবিদ্যালয়টির নিরাপত্তা প্রদান।
নিয়োগ দান করা হবে : পূর্ণকালে।
পদের সংখ্যা : ২টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানে পাশ।
অগ্রাধিকার : সৎ।
বেতন : আলোচনার মাধ্যমে।
সম্ভাবনা : পারফরমেন্সের ভিত্তিতে চাকরিতে বেতন বাড়বে।
আবেদনের নিয়ম : ১ কপি সদ্যতোলা পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে একটি পূর্ণ আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সার্টিফিকেট নিয়ে আবেদনপত্র তৈরি করতে হবে।
আবেদন করবেন : বরাবর, অধ্যক্ষ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, কলেজ কোড-১৭৫২, ২০ হাটখোলা রোড, ওয়ারী (ইত্তেফাক মোড়ের পাশে), ঢাকা-১২০৩।
আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২২, কলেজ চলাকালে।
ওএস।