বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে পাঁচ পদে নিয়োগ
বিশ্ববিদ্যালয়ের নাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ।
অস্থায়ী ঠিকানা : ১৪/৬-১৪/২৩ পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
মোবাইল : ০১৭৭৬৯৭২১০১০।
মেইল : ৎবমড়ভভরপব@নংসৎসঁ.বফঁ.নফ.
পদের নাম : সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক।
পদের সংখ্যা : ১টি।
বেতন স্কেল ও গ্রেড : ২৯ হাজার টাকা থেকে ৬৩ হাজার ৪১০ টাকা।
গ্রেড প্রদান করা হবে : সপ্তম গ্রেড।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্মাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদনের লিংক : https://bsmrmu.edu.bd/file_download/notices/661 ওয়েবসাইট থেকে খেয়াল করতে হবে।
পদের নাম : কাউন্সিলিং অফিসার।
পদের সংখ্যা : একজন।
বেতন স্কেল : ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার।
যে গ্রেড প্রদান করা হবে : নবম গ্রেড।
বয়স : ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান, শিক্ষা, সমাজকর্ম, কাউন্সিলিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স।
যারা আবেদনে অগ্রাধিকার লাভ করবেন : এই বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কমকতা বা সদস্যরা আবেদন করতে পারবেন এবং তাদের বয়স শিথিল করা হবে। খেয়াল করুন https://bsmrmu.edu.bd/file_download/notices/661 আবেদনের লিংকটি।
পদের নাম : গ্রাফিক্স ডিজাইন।
পদের সংখ্যা : একজন।
বেতন স্কেল : ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা।
যে গ্রেড প্রদান করা হবে : দশম গ্রেড।
বয়স : ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা এইচএসসি অথবা এসএসসিসহ গ্রাফিক্সে ডিপ্লোমা।
খেয়াল করুন : https://bsmrmu.edu.bd/file_download/notices/661আবেদনের লিংকটি।
পদের নাম : যানবাহন মেকানিক।
পদের সংখ্যা : একজন।
বেতন স্কেল : ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬শ ৪০ টাকা।
যে গ্রেড প্রদান করা হবে : দশম গ্রেড।
বয়স : ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
খেয়াল করুন : https://bsmrmu.edu.bd/file_download/notices/661আবেদনের লিংকটি।
পদের নাম : ফটোগ্রাফার।
পদের সংখ্যা : একজন।
বেতন স্কেল : ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার ৫শ ৯০ টাকা।
যে গ্রেড প্রদান করা হবে : তেরতম গ্রেড।
বয়স : ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ। ফটোগ্রাফিতে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
খেয়াল করুন : https://bsmrmu.edu.bd/file_download/notices/661আবেদনের লিংকটি।
প্রতিটি পদে আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২২।
কর্মজীবন : ২০২৩ সালে এই বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে চলে যাবে। সেখানে কাজ করতে হবে।
কর্তৃপক্ষ : যেকোনো পদের বাড়ানো, কমানোর ক্ষমতা রাখেন।
ওএস।