কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
ছবি: সংগৃহীত
সারাদেশের মতো রাজধানীতেও শীতের দাপট বেড়েছে। ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের কারণে ঢাকায় ঠাণ্ডার অনুভূতি আরও তীব্র হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটেখাওয়া মানুষ।
গতকাল থেকেই রাজধানীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। আজ শুক্রবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজমান থাকতে পারে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে খোলা জায়গায় কাজ করা মানুষদের।
তীব্র ঠাণ্ডায় কর্মজীবী মানুষদের দুর্ভোগ বাড়লেও শীতের এই রূপ মাঘের শীতের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।