বইমেলা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলার ভেতরে ও বাইরে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়াচটাওয়ার নির্মাণ এবং ড্রোনের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে বইমেলা উপলক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব তথ্য জানান তিনি। সভায় বইমেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
নিরাপত্তা ব্যবস্থায় মেলার ভেতরে ও বাইরে পুলিশের সাদা পোশাক এবং ইউনিফর্ম পরিহিত সদস্যরা দায়িত্ব পালন করবেন। বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াট টিম প্রস্তুত থাকবে। দর্শনার্থীদের আর্চওয়ের মাধ্যমে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে এবং বড় ব্যাগ ও দাহ্য পদার্থ নিয়ে মেলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মেলায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক এবং শিশু পরিচর্যা কেন্দ্রও থাকবে। ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, দর্শনার্থীদের সুবিধার জন্য মেলা প্রাঙ্গণ আলোকিত রাখা হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে এবং দিকনির্দেশনা দেওয়ার জন্য মাইকিং ও বিলবোর্ড ব্যবহার করা হবে। সব পক্ষের সহযোগিতায় বইমেলা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমন্বয় সভায় বিভিন্ন সরকারি সংস্থা, প্রকাশক সমিতি, এবং সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এবং হাসান মো. শওকত আলী।