বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বইমেলা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আসন্ন অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলার ভেতরে ও বাইরে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়াচটাওয়ার নির্মাণ এবং ড্রোনের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে বইমেলা উপলক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব তথ্য জানান তিনি। সভায় বইমেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

নিরাপত্তা ব্যবস্থায় মেলার ভেতরে ও বাইরে পুলিশের সাদা পোশাক এবং ইউনিফর্ম পরিহিত সদস্যরা দায়িত্ব পালন করবেন। বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াট টিম প্রস্তুত থাকবে। দর্শনার্থীদের আর্চওয়ের মাধ্যমে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে এবং বড় ব্যাগ ও দাহ্য পদার্থ নিয়ে মেলায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মেলায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক এবং শিশু পরিচর্যা কেন্দ্রও থাকবে। ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, দর্শনার্থীদের সুবিধার জন্য মেলা প্রাঙ্গণ আলোকিত রাখা হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে এবং দিকনির্দেশনা দেওয়ার জন্য মাইকিং ও বিলবোর্ড ব্যবহার করা হবে। সব পক্ষের সহযোগিতায় বইমেলা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমন্বয় সভায় বিভিন্ন সরকারি সংস্থা, প্রকাশক সমিতি, এবং সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এবং হাসান মো. শওকত আলী।

Header Ad
Header Ad

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

ছবি: সংগৃহীত

সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জন বাংলাদেশি জেলেকে অবশেষে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন জালিয়াপাড়া ট্রানজিট জেটিঘাট হয়ে জেলেদের দেশে ফিরিয়ে আনা হয়। তবে জব্দ হওয়া মাছ ধরার ট্রলার ও জাল ফেরত দেয়নি আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি বলেন, “জেলেদের ফেরত আনার জন্য শুরু থেকেই বিজিবি ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গেছে। অবশেষে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, বাংলাদেশি জেলেরা মাছ ধরার সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে। এরপর শুরু হয় কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে আলোচনা, যার সফল পরিণতিতে বুধবার জেলেরা ফিরে আসেন।

বর্তমানে ফেরত আসা জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে জব্দ হওয়া ট্রলার ও জাল ফিরিয়ে আনতেও বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Header Ad
Header Ad

মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ

প্রতীকি ছবি : ঢাকাপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলার মামলায় মেহেরপুরের মুজিবনগর থেকে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে শাওন শেখ নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম মিঠুন এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রুবেল হাসান। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাওন শেখ মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের হারু শেখের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের মুখ্য সংগঠক। অভিযোগে বলা হয়, প্রায় ২৫ দিন আগে ভিজিএফ কার্ডের চাল বিতরণকে কেন্দ্র করে মিঠুন মোবাইলে তাকে হত্যার হুমকি দেন। এরপর গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার জন্য কেদারগঞ্জ চার রাস্তার মোড়ে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি আকিব জাবেদ সেনজি বলেন, “বিএনপির একটি নিউজে শাওন শেখ আপত্তিকর মন্তব্য করেন। এরপর সোমবার রাতে মিঠুন বিষয়টি জানতে চাইলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শাওনের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সুষ্ঠু তদন্ত করছে।”

Header Ad
Header Ad

ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর আবারও বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। এই উপলক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অবস্থান করবেন আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শীর্ষক এই গুরুত্বপূর্ণ বৈঠক।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে থাকবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে এই ফোরামে। বিশেষ করে বাণিজ্য, অভিবাসন, সংস্কৃতি, আঞ্চলিক সহযোগিতা ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

বৈঠক শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে।

এদিকে, কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে—চলতি এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। ২০১২ সালের পর এবারই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
মেহেরপুরে ছাত্রদলের দুই নেতাকে কারাগারে প্রেরণ
ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ
মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশগ্রহণ বিবেচনাধীন থাকবে: নাহিদ ইসলাম
বিড়ালের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারেক রহমান
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ, পরিবারের সদস্য নিয়ে যাওয়া নিষিদ্ধ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ
চুয়াডাঙ্গায় নিজের কিশোরী কন্যাকে ধর্ষনের অপরাধে বাবার মৃত্যুদন্ড
শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, ভাইরাল ভিডিওর সেই যুবক আটক
নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না: আসিফ নজরুল
বাইরের থেকে ভিতরেই ভালো আছি: শাহজাহান খান
একযোগে দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা সুদীপ বরখাস্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে বৃষ্টির প্রবণতা, কোথাও শিলাবৃষ্টির আভাস
সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল কুয়েট
মৃত্যুশয্যায় ‘বাবা’র পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম