মেট্রোরেলে বিজ্ঞাপন পোস্টার তদন্তে কমিটি গঠন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মেট্রোরেলের একটি ছবি
বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেলের বাইরে-ভেতরের অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল।
সোমবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আয় বাড়াতে অন্যান্য দেশের মতো ঢাকার মেট্রোরেলেও বিজ্ঞাপনের জন্য জায়গা ভাড়ার সুযোগ রেখেছে ডিএমটিসিএল। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া কমের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি করেছে। বিজ্ঞাপনী সংস্থাটি তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রচার করছে মেট্রোরেলে। ট্রেনজুড়ে লাগানো ফ্রিজ, টিভির বিজ্ঞাপনের ছবি ছড়িয়ে পড়লে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। সৌন্দর্য নষ্টের অভিযোগ তুলে যাত্রীরাও অসন্তোষ জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে কমিটি হয়েছে। ফেসবুকে যেসব ছবি ছড়িয়েছে, তা সঠিক কিনা খতিয়ে দেখবে কমিটি। ট্রেনের যেসব জায়গা বিজ্ঞাপন সাঁটানোর জন্য নির্ধারিত, সেখানে লাগানো হয়েছে কিনা তা দেখবে কমিটি।