ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসি খেলতে নামলেই সাইডলাইনে এক অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে ইয়াসিন চুকোকে দেখা যায়। মেসির দেহরক্ষী হিসেবে দীর্ঘ সময় ধরে তিনি তার পাশে থাকেন এবং মেসির নিরাপত্তা নিশ্চিত করেন। তবে এমএলএসের নতুন নিয়মের কারণে এখন থেকে আর তাকে মেসির পাশে দেখা যাবে না।
লিওনেল মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন চুকো সম্প্রতি মার্কিন ফুটবল লিগ এমএলএসের নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রে মেসির সঙ্গে পাড়ি দেওয়ার পর থেকেই তার দৃঢ় শারীরিক গঠন এবং মাঠে মেসির নিরাপত্তা নিশ্চিত করতে চুকো প্রায়ই খেলোয়াড়দের নির্ধারিত ক্ষেত্রের বাইরে গিয়ে ভক্তদের ঠেকিয়ে দেওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন। তবে এমএলএস কর্তৃপক্ষের নতুন নিয়মের কারণে চুকোকে এখন থেকে খেলার সময় মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, খেলা চলাকালে শুধুমাত্র খেলোয়াড়, কোচ ও রেফারিরা মাঠে প্রবেশ করতে পারেন। নিয়মের বাইরে গিয়ে মাঠে প্রবেশ করার জন্য ইয়াসিন চুকোকে নিষিদ্ধ করা হয়েছে, এবং এখন থেকে তিনি কেবল মাঠের বাইরে থেকে মেসির নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
এ সম্পর্কে চুকো নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেছেন, "আমি নিজে সমস্যা নই, সমস্যাটা এখানকার। ইউরোপে সাত বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার, সেখানে আমি শুধু ৬ জনকে মাঠে প্রবেশ করতে দেখেছি। কিন্তু যুক্তরাষ্ট্রে গত ২০ মাসে ১৬ জন মাঠে ঢুকেছে। আমি মেসিকে সাহায্য করতে চাই, তবে আমাদের একসাথে কাজ করতে হবে।”
ইয়াসিন চুকো আরও বলেন, “আমি এমএলএস ও কনকাকাফ ফুটবলকে ভালোবাসি, তবে আমাদের আরও ভালোভাবে একসাথে কাজ করা উচিত। আমি যে নিষেধাজ্ঞা পেয়েছি, সেটা মেনে নিয়েছি, কিন্তু আরও ভালো কাজ করতে পারতাম।”
এদিকে, চুকোর সিদ্ধান্ত মেনে নেওয়ার পর এমএলএস কর্তৃপক্ষ মাঠে মেসির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তাছাড়া, নিজের দায়িত্বে থাকা নিরাপত্তা দলটির ৫০ সদস্যকে সমন্বয় করছেন চুকো, যারা মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ও মাঠের বাইরে কাজ করছেন।
মেসির সঙ্গে কাটানো কয়েক মাসের অভিজ্ঞতা নিয়ে চুকো বললেন, “নিজেকে শুধু মেসির দেহরক্ষী নয়, তার পরিবারের একজন সদস্য মনে করি। আমি শুধু শারীরিক নিরাপত্তা নিশ্চিত করি না, মানসিকভাবেও তাকে রক্ষা করি। মেসি আমাকে পুরোপুরি বিশ্বাস করে, এবং আমি তার ওপর মনোযোগ দিয়ে কাজ করি।”
মেসি ২০২৩ সালে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই ইয়াসিন চুকোকে নিজের দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে তিনি মেসির নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত। এমনকি মেসি ও তার স্ত্রীর একাকী সময় কাটানোর মুহূর্তগুলোতেও চুকো তাকে কাছ থেকে তদারকি করতে দেখা যায়।
এমনই একজন নিরাপত্তাকর্মী যিনি মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকলেও, এমএলএসের নিয়মের কারণে এখন থেকে তাকে মাঠের বাইরে থেকেই তার দায়িত্ব পালন করতে হবে।