ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে টেইলার্সগুলোতে
রমজানের ঈদ মানেই নতুন কাপড় কেনার ধুম। কেনা কাপড়ের পাশপাশি ঈদে চাহিদার তুঙ্গে থাকে বানানো কাপড়ের। নিজস্ব মাপ ও ডিজাইন করে নিজের পোশাক বানিয়ে নেওয়া যায় বলেই দর্জির কদর একটু বেশিই।দর্জিদেরও নেই দম ফেলার ফুসরত। একের পর এক কাজ করে চলেছেন দেদারসে। ইতিমধ্যে নতুন অর্ডার নেওয়া বন্ধ করেছ অনেক দোকান।
সরেজমিনে ঢাকার বিভিন্ন জায়গার টেইলার্সগুলোতে ঘুরে এই অবস্থা দেখা যায়।
টেইলার্সগুলোতে মেশিনগুলো চলছে বিরামহীন। কেউবা জামা, পাঞ্জাবি কাটছেন। কেউ ডিজাইন করছেন আবার কেউ দিচ্ছেন সেলাই। অনেকেই লাগাচ্ছেন বোতাম এবং কেউ কেউ করছেন লন্ড্রি। কারও সময় নেই কোনোদিকে তাকানোর। দোকানের মালিকরা ব্যস্ত অর্ডার নিতে। গ্রাহকদের দেখাচ্ছেন নতুন ডিজাইন, বুঝিয়ে দিচ্ছেন হয়ে যাওয়া কাজ। দর্জির হাতের ছোঁয়াতে একটি কাপড় রূপ নিচ্ছে নান্দনিকভাবে।
মেয়েদের কাপড়ে সেলাইয়ের জন্য এক এক টেইলার্সে রাখা হচ্ছে বিভিন্ন দাম। জামা ৩০০-৮০০, গাউন ১০০০-১৫০০ টাকা, সুতি থ্রিপিছ ৩০০-৫০০ টাকা, জরজেট থ্রিপিছ ৭০০-৮০০ টাকা। এ ছাড়া, ডিজাইন অনুযায়ী নির্ধারিত হয় দাম। ছেলেদের প্যান্ট ৪০০, শার্ট ৫০০, পাঞ্জাবি ৪০০-৬০০ টাকা রাখা হচ্ছে।
বাসাবোর কথাকলি লেডিস টেইলার্সের স্বত্বাধিকারী সোনিয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, আমাদের এখন অনেক কাজের চাপ। ব্যবসাও ভালো হচ্ছে। সেলাইয়ের দাম আগের চেয়ে একটু বেড়েছে। ডিজাইন ও কাপড়ের মান বেধে দাম আলাদা হয়ে থাকে।
পুরান ঢাকার লক্ষীবাজারের চয়নিকা লেডিস টেইলার্সে কর্মরত আহমেদ শেখ জানান, আমাদের কাজের চাপ এখন বেশি। খুব বেশি অর্ডার নিচ্ছি না, কাজগুলো ঠিকঠাক করে গ্রাহকের হাতে দিতে পারলেই শান্তি।
কেনা কাপড়ের চেয়ে বানানো কাপড়ের প্রতি আগ্রহ কেন জানতে চাইলে দিবা ইয়াসমিন বলেন, কেনা কাপড়ের চেয়ে বানানো কাপড় ভালো হওয়ার কারণ হচ্ছে ইচ্ছেমতো কাপড় বানিয়ে নেওয়া যায়। ডিজাইন ও কাপড় নিজে চয়েজ করে কাপড় বানানো যায় বলেই বানানো ড্রেস ভালো।
এমএমএ/