‘এত দ্রুত চলে আসব কল্পনাও করিনি’

স্বপ্নের মেট্রোরেলে চলাচল করে আনন্দ উল্লাস করছেন সাধারণ যাত্রীরা। কেউবা এখনো মেট্রোরেলে চড়ার স্বপ্ন দেখছে। মেট্রোরেল উদ্বোধনের আগে কর্তৃপক্ষ জানিয়েছিল খুব কম সময়ের মধ্যে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারবেন।
কর্তৃপক্ষের এমন বক্তব্যে মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা বলছে আসলে কখনো স্বপ্নেই ভাবিনি দিয়াবাড়ি থেকে এত তাড়াতাড়ি আগারগাঁও আসতে পারব।
উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রোরেলে উঠে আগারগাঁও এসেছেন নাজমা বেগম নামে এক যাত্রী। তিনি জানান, মেট্রোরেলে জ্যামের ভোগান্তি ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও চলে এসেছি। প্রথমবার মেট্রোরেলে চড়েছি অনেক ভালো লাগছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছে এমনটাই জানান নাজমা বেগম।
এ সময় তার সঙ্গে থাকা রোজিনা শারমিন বলেন, দিয়াবাড়ি থেকে আগে মিরপুর, মতিঝিল, শাহবাগসহ এসব এলাকায় আগে ঘুরতে বা প্রয়োজন হলে আসতেন বাসে করে। এতে দীর্ঘ জ্যামে আটকে থাকতেন। ভোগান্তিতে পড়তেন নগরীর একপ্রান্ত থেকে অপরপ্রান্তে আসতে। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হয়েছে। ‘মেট্রোরেলে চলাচল করে খুব ভালো লাগল আমাদের’।
মেট্রোরেল থেকে নেমে কানিজ আয়েশা আক্তার বলেন, ‘উত্তরা থেকে মাত্র কয়েক মিনিটে আগারগাঁও চলে এসেছি। প্রথমবার মেট্রোরেলে উঠেছি। প্রথমদিনেই মেট্রোরেলে ভ্রমণ করে অনেক ভালো লাগছে। জ্যামের ভোগান্তি নাই। ট্রেনের ভেতরে কোনো ধরনের ঝামেলা হয়নি।’
মেট্রোরেলের যাত্রী, লোপা, শারমিন, নিপা, পারুল ও হীরা বলেন, ‘বেশ আনন্দ লাগছে আমাদের। মেট্রোরেলের চড়ে মনে হচ্ছে আবার উঠে পড়ি। কল্পনাই করিনি উত্তরা থেকে আগারগাও এত দ্রুত চলে আসব।’
উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন মানুষ।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ মানুষ টিকিট কেটে মেট্রোরেলে উঠতে পারছেন।
জানা গেছে, প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, দিনে ৪ ঘণ্টা। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল। সেই সঙ্গে আগামী ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল পুরোদমে চলবে। সেদিন থেকে সব স্টেশনে থেমে যাত্রী তুলবে। পুরোদমে চলাচল শুরু হলে চলবে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত।
অন্যদিকে, যাত্রীর অভ্যস্ততার জন্য ধাপে ধাপে পথের সাতটি স্টেশনে যাত্রাবিরতি করবে যাত্রী ওঠানামার জন্য। তখন ১৭ মিনিট সময় লাগবে। এর মধ্যে যাত্রা বিরতির ১০ মিনিট। ট্রেনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ২ হাজার ৩০৮ জন হলেও আপাতত ২০০ যাত্রী নিয়ে চলবে।
মেট্রোরেলে কী করা যাবে, আর কী কী করা যাবে না, এ বিষয়ে একটি পুস্তিকা তৈরি করা হয়েছে। নিয়মগুলো মেনে চলার জন্য সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
কেএম/এমএমএ/
