মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মেট্রোরেলের টিকিট বিক্রির ৩টি মেশিন বন্ধ থাকায় সঠিক সময়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেনি সাধারণ যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মেট্রোরেলে চড়া সম্ভব হয়নি। কারণ টিকিট বিক্রির মেশিন নষ্ট।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। সকাল ৮টায় মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও প্রথম ট্রেন সাড়ে ৮টার দিকে আগারগাঁও থেকে ছাড়ে। এ সময় আগারগাঁও স্টেশনে একাধিক যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, টিকিট মেশিন বন্ধ ঢাকায় অনেকে সঠিক সময়ে টিকিট ক্রয় করতে পারেন।
এদিকে আগারগাঁও স্টেশন ও দিয়াবাড়ি মেট্রোলের স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, ৩টা টিকিট মেশিন বন্ধ থাকায় টিকিট কাটতে অসুবিধায় পড়ে কর্তৃপক্ষ। এজন্য অনেকে লাইনে দাঁড়িয়ে থেকে দুর্ভোগের পড়ে যাত্রীরা। যার কারণে নির্দিষ্ট সময়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেনি বেশ কিছু যাত্রীরা।
আগারগাও স্টেশনে মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন যাত্রাবাড়ীর সুমিত চক্রবর্তী। সুমিত চক্রবর্তী অভিযোগ করে বলেন, আমি যখন টিকিট কাটতে যাই তখন জানতে পারি আগারগাঁও একটি মেশিন বন্ধ এবং দিয়াবাড়িতে দুটি মেশিন বন্ধ রয়েছে। যার কারণে নির্দিষ্ট সময়ে মেট্রোরেল কর্তৃপক্ষ আমাদের মতো অনেক যাত্রীদের টিকিট দিতে ব্যর্থ হয়।
মিরপুর থেকে পরিবার নিয়ে মেট্রোরেলে চড়তে এসে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পাইনি রিয়াদ হোসেন। তিনি অভিযোগ করে বলেন, আমি লাইনের প্রথম দিকে ছিলাম। এরপরও টিকিট পাইনি। কারণ আগারগাও স্টেশনের একটি টিকিট বিক্রির মেশিন বন্ধ হয়ে যায়। যার কারণে আজ মেট্রোরেলের চড়তে পারলাম না। কর্তৃপক্ষ বলেছে, আগামীকাল সকালে আসতে।
এ ব্যাপারে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ বলেন, আজকের মতো মেট্রোরেল চলাচল বন্ধ। সবাইকে আগামীকাল আসতে হবে। মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে।
টিকিট বিক্রি তিনটা মেশিন বন্ধ না কি সাধারণ যাত্রীদের এমন অভিযোগ- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক যাত্রীরা বলছে টিকিট কাটতে অসুবিধা হচ্ছে। তবে এ বিষয়ে আমরা নির্দিষ্ট কোন তথ্য পাইনি।
কেএম/এসআইএইচ
