করের আওতা বাড়াতে ডিপিডিসির তথ্য ব্যবহার করবে এনবিআর
করের আওতা বাড়াতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রাহকদের তথ্য সংগ্রহ করবে এনবিআর। এলক্ষ্যে ডিপিডিসির সঙ্গে বৃহস্পতিবার সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ডিপিডিসির গ্রাহকদের মধ্য থেকে তথ্য যাচাই-বাছাই করে নতুন করদাতা শনাক্ত করবে এনবিআর। এর মাধ্যমে ডিপিডিসিও লাভবান হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী দেওয়ান বিকাশ।
এনবিআরের পক্ষে এমওইউতে সই করেন সিস্টেম ম্যানেজার ফজলুর রহমান, আর ডিপিডিসির পক্ষে সই করেন কোম্পনি সচিব মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ডিপিডিসির ডেটাবেজ ব্যবহার করে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও দোকানের মালিককে শনাক্ত করা যাবে। এর মধ্যে যাদের টিআইএন নেই, তাদের কর নেটে আনা সহজ হবে এবং করদাতার সংখ্যা বাড়বে।
বিদ্যুৎসচিব হাবিবুর রহমান বলেন, জনগণ ট্যাক্স দিতে চায় না, এটা চিরায়ত অভ্যাস। কর আদায় বাড়াতে হলে সিস্টেমের উন্নতি ছাড়া কোনও বিকল্প নেই। দেশে মধ্যবিত্তের সংখ্যা সাড়ে তিন কোটি। এদের মধ্যে অনেকেই কর নেটের বাইরে।
ডিপিডিসি হিসাব অনুযায়ী বর্তমানে তাদের গ্রাহক ১০ লাখ ২১ হাজার। এর মধ্যে টিআইএন আছে ৩ লাখ ৬৫ হাজার গ্রাহকের। ডিপিডিসির সঙ্গে ডিজিটাল সংযোগ বা ইন্টিগ্রেশনের মাধ্যমে অবশিষ্টদের করের আওতায় নিয়ে আসবে এনবিআর।
এর আগে করের আওতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক তথ্য বিনিময়ের জন্য নির্বাচন কমিশন, বিআরটিএ, জাতীয় সঞ্চয় অধিদফতর, বিডা, বেপজা ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস সফটওয়্যারের সঙ্গে আলাদা চুক্তি সই করে এনবিআর।
একই লক্ষ্যে তিতাসসহ আরও কয়েকটি সরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
আরইউ/এএস