শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’
শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ প্রদর্শিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বড় পর্দায় শর্টফিল্মটি দেখানো হয়, যেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমরা মনে করি, জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ একসঙ্গে পতন হয়েছে, যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আগামীর গণতান্ত্রিক সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্নে আবরারের আত্মত্যাগ চিরস্মরণীয় থাকবে। সেই চেতনা জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, “শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছেন। এই শর্টফিল্ম প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে, কীভাবে ফ্যাসিস্ট সরকারপন্থী ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাত।”
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। ইতোমধ্যে শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে এটি দেখানো হয়েছে।
এবার বাংলাদেশের দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পেয়েছে শর্টফিল্মটি। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে গঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ ‘একটিফুল’ জানায়, ১২ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেল ‘একটিফুল’-এ শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে।