আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের নতুন চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবারের ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (এআইইউবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গত বছর গ্রুপ পর্বেই বিদায় নেওয়ার পর, এবার তারা শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতে নিয়েছে। ফাইনালে ড্যাফোডিলের অধিনায়ক ফয়েজ আহমেদ প্রথম গোল করেন, এরপর অমিত হাসান ও মাহবুবুর রহমান জুয়েলের গোলের মাধ্যমে ড্যাফোডিল এগিয়ে যায় এবং জয় নিশ্চিত করে।
ড্যাফোডিল টুর্নামেন্টের শুরুতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে ৫-২, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ৮-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে। এরপর কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে বিজনেস অ্যাগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এবং সিসিএন বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় পায়। সেমিফাইনালে ফারইস্ট ইউনিভার্সিটিকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
ড্যাফোডিলের জন্য এই শিরোপা গুরুত্বপূর্ণ, কারণ ২০২২ সালে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তারা গণ বিশ্ববিদ্যালয়ের কাছে হেরেছিল। তবে এবারের শিরোপা জয়ের সাথে তাদের ইতিহাসে নতুন পালক যোগ হলো। এই টুর্নামেন্টে খেলেছেন জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া ও ঈসা ফয়সাল, যারা ড্যাফোডিলকে আরও শক্তিশালী করেছে।
ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন সোহানুর রহমান, আর সর্বোচ্চ গোলদাতা হন মাহবুবুর রহমান জুয়েল, যিনি টুর্নামেন্টে ১০ গোল করেন। ড্যাফোডিলের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সাভারের ক্যাম্পাসে উদযাপিত হয় এবং কয়েক হাজার ছাত্রছাত্রী মাঠে উপস্থিত হয়ে উৎসব করে।
এছাড়াও, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, এবং প্রথম আলো সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এবারের টুর্নামেন্টে ৪২টি দল অংশ নেয় এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে।