বেরোবিতে ঢাবির তিন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এই কেন্দ্রে ৩ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত তথ্যানুযায়ী, রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৩টি কেন্দ্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১০ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে বলেন, তৃতীয়বারের মতো ঢাবির ভর্তি পরীক্ষা দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন। এর ফলে ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়েছে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ রংপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান বেরোবি উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ মে বিজ্ঞান অনুষদের এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এসজি