ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি, কমছে পানির স্তর
রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি। সেই সকাল ৬ টা থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস, ইতোমধ্যে পুকুরে পানির স্তরও কমতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছে, পানির স্তর কমলেও জীবন আগে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়টির শহীদুল্লাহ-ফজলুল হক হল সংলগ্ন পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। প্রায় ১৭ ইউনিট থেকে পানি যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফজলুল হক হলের হাউস টিউটর মুহাম্মদ আবদুর কাদির বলেন, অনেক সকাল থেকেই পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন এলে তাদের গেট খুলে দেওয়া হয়। বেশ কয়েকটি পাইপ দিয়ে পানি নেওয়া হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, পানি প্রকৃতির দান, আর সবার আগে মানুষের জীবন। পানি কমে শুকিয়ে যাক। বিশ্ববিদ্যালয়ের আরও ৩-৪ টা পুকুর রয়েছে, যদি পানির ঘাটতি পড়ে সেগুলোও রয়েছে। আগে আমাদের মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে।
এদিকে ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন।
ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে পুরোপুরি আগুন নির্বাপনে এখনো পানি ছিটানো হচ্ছে।
আরএ/