পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে রাবিতে সমাবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের তিন দফা দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে রাজশাহী মহানগর শাখা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল, কেন্দ্রীয় লাইব্রেরি, প্যারিস রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।
সমাবেশটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জীনিচ চাকমা এবং বিবৃতি পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখা স্কুল ও পাঠাগার সম্পাদক বিজয় চাকমা। এসময় তারা তিনটি দাবি উত্থাপন করেন। দাবি গুলো হলো অতিদ্রুত রোডম্যাপ ঘোষণা পূর্বক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর করতে হবে। ছয়টি ক্যান্টনমেন্ট বাদে অস্থায়ী সকল সেনা ক্যাম্প প্রত্যাহার ও 'অপারেশন উত্তরণ' প্রত্যাহার করতে হবে।
সমাবেশে সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের সুশান্ত মহন্ত, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাকিল এবং আহমেদ আসারুর ধনেশ টুডু। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার অর্থ সম্পাদক জেন্টল চাকমা বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও আমাদের পার্বত্য আধিবাসীদের সাথে প্রতারণা করছে। বিভিন্ন সময় আমাদের অধিকার রক্ষায় টালবাহানা করছে। আমরা আর টালবাহানা সহ্য করবো না।
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উন্নয়ন হচ্ছে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সেখানে সেনা শাসন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের অস্তিত্ব সংকটে। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। আমাদের কেন ব্যানার নিয়ে মানববন্ধন ও ভূমি আইন নিয়ে কথা বলতে হবে? আমরা আর অন্যায় হতে দিবো না। আমরা যে তিনটি দাবি দিয়েছি তা অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। নয়তো আমরা লাড়াই চালিয়ে যাবো।
বিপ্লবী ছাত্র মৈত্রী সংগঠনের শাকিল আহমেদ সংগতি প্রকাশ করে বলেন, সরকার যতদিন জনগণের হবে না ততদিন শান্তি নিশ্চিত হবে না। তাই সরকারকে জনগণের হতে হবে। অন্যদিকে আমাদের অধিকার আদায়ে একত্রিত হতে হবে। নয়তো পাহাড়ি আদিবাসী ও সমতলের আদিবাসীদের উপর অন্যায় বন্ধ হবে না।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখা সভাপতি অমর বিকাশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর হয়ে গেছে। কিন্তু সেখানে আমাদের অধিকার সরকার নিশ্চিত করেনি। তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি তিনটি সরকারকে বাস্তবায়ন করতে হবে। অতিদ্রুত রোডম্যাপ ঘোষণা পূর্বক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর করতে হবে। ছয়টি ক্যান্টনমেন্ট বাদে অস্থায়ী সকল সেনা ক্যাম্প প্রত্যাহার ও অপারেশন উত্তরণ প্রত্যাহার করতে হবে। উল্লেখ, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সঙ্গে তৎকালীন বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি হয়।
এএজেড