ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে ঢাবি ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বহির্বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে বকশিবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর কাপুরুষের মতো যে হামলা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের চিহ্নিত করে রেখেছে। বাংলার জমিনে তাদের কঠোর বিচার আমরাই করব।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক গনেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ, মো. তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দীন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, শাহাদাত হোসেন, রাজু আহমেদ, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক জসিম খানসসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার অন্যান্য নেতা-কর্মীরা।
এদিকে ছাত্রদলের কর্মসূচির খবর পেয়ে মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগের নেতা-কর্মীদের। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মী অবস্থান নিয়ে ছাত্রদলবিরোধী মিছিল দিতে দেখা যায়। তবে এতে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, তারা আমাদের অবস্থানের খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় এবং মিছিল করে। তবে আমরা তাদের অবস্থানে শঙ্কিত নয়। আগামীতেও যেকোনো মূল্যে আমরা আমাদের কর্মসূচি পালন করব।
উল্লেখ্য, পুলিশের গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়ার পরিবারের খোঁজখবর নিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হামলার শিকার হন বলে অভিযোগ করেছে ছাত্রদল।
এসজি