সমাবর্তনের জন্য প্রস্তুত ঢাবি, ক্যাম্পাসে উৎসবের আমেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫৩তম সমাবর্তন শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবর্তনে অংশগ্রহণ করবে ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এ উপলক্ষে ক্যাম্পাসে গ্র্যাজুয়েটদের উপস্থিতিতে উৎসবমুখর আমেজ বিরাজ করেছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে সমাবর্তনের অনুষ্ঠান। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্যঁ মার্সেল তিরোল। তিরলকে সম্মানসূচক 'ডক্টর অব ল' ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সমাবর্তন ঘিরে সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫৩তম সমাবর্তনের মহড়া শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও একাডেমিক পরিষদের সদস্য এবং গ্র্যাজুয়েটরা অংশগ্রহণ করেন।
এদিকে সমাবর্তন প্রত্যাশীদের উপস্থিতিতে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে ঢাবি ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কলাভবন, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, বটতলা, সিনেট ভবন, মল চত্বর, কার্জন হলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্র্যাজুয়েটরা গায়ে কালো গাউন আর মাথায় কালো হ্যাট পরে সেলফি, গ্রুপ ফটোসেশনে ব্যস্ত।
জানা গেছে, ৫৩তম সমাবর্তনে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ১৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নেবেন।
উল্লেখ্য, সমাবর্তন উপলক্ষে আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এসজি