সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার (২১ এপ্রিল) ঢাকার সেনানিবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুইপক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। তিনি বলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও নির্ভরযোগ্য।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী সদস্যদের মোতায়েন-পূর্ব প্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ, ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ অর্থাৎ বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে মোতায়েনকৃত সেনাসদস্যদের পেশাদার আচরণ এবং দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা।
উত্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় ও প্রতিশ্রুতিশীলভাবে কাজ করে যাবে।
এই সৌজন্য সাক্ষাৎ দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
