শেষ হলো ঢাবির গবেষণা ও প্রকাশনা মেলা
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই দিনব্যাপী গবেষণা ও প্রকাশনা মেলা শেষ হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ মেলা রবিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় খেলার মাঠে গবেষণায় অংশ নেওয়া সেরা গবেষক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গবেষণা-প্রকাশনা মেলা সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরি এবং নতুন শতকে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার ক্ষেত্রে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, প্রতিবছর নিয়মিতভাবে এই মেলা আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
গবেষণা ও প্রকাশনা মেলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ৪০ জার্নাল প্রকাশিত হয়েছে। চব্বিশটি জার্নালের ভলিউমের স্পেশাল ইস্যু ও লেখকদের এডিটোরিয়াল বোর্ড থেকে তাদের নির্বাচিত করা হয়। এ সময় তাদের সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি দেওয়া হয়।
শতবর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।এ ছাড়া, আলোকচিত্র প্রতিযোগিতায় দুই গ্রুপের (বর্তমান ও সাবেক) মধ্যে পুরস্কার তুলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শেষে গবেষণা ও প্রকাশনা মেলায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদভুক্ত বিভাগ ও ব্যক্তিপর্যায়ে প্রদর্শনী পোস্টারগুলোর বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপনী দিনে সকাল ১০টায় জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং চারুকলা অনুষদের পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া, সকল ইনস্টিটিউটের পক্ষে ১টি এবং গবেষণা কেন্দ্র/ব্যুরো'র পক্ষে ১টি উপস্থাপনা ছিল। বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত কবিতা, রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং প্রত্যেক জার্নালের বিশেষ সংখ্যার শ্রেষ্ঠ আর্টিক্যাল লেখককে সনদ, ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করা হয়।
এ ছাড়া, প্রত্যেক অনুষদ, ইনস্টিটিউট এবং সেন্টারের পোস্টার সমূহ থেকে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোস্টার উপস্থাপনকারীকেও পুরস্কার দেওয়া হয়। দুই দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত উন্মুক্ত ছিল।
এর আগে উদ্বোধনী দিনে বিকাল ৩টায় কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের পৃথক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে প্রকাশ হওয়া প্রকাশনাসহ ৫৫টি গ্রন্থ, ২৬টি বিশেষ জার্নাল, ২১৬টি গবেষণা প্রতিবেদন, ৬২৪টি পোস্টার এবং ৮৬টি ফ্লাইয়ার বা ব্রুশিয়ার। মেলায় একটি কেন্দ্রীয় মঞ্চের পাশাপাশি রয়েছে বিভিন্ন অনুষদের ১০টি ও ইনস্টিটিউটের একটি প্যাভিলিয়ন ছিল। এতে ছিল ৮৩ বিভাগ এবং ১২ ইনস্টিটিউটের স্বতন্ত্র স্টল এবং প্রকাশনা সংস্থার একটি এবং গবেষণা কেন্দ্রগুলোর জন্য একটিসহ ১৩টি প্যাভিলিয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত জার্নাল সমূহের মধ্য থেকে নির্বাচিত জার্নালের লেখকরা হলেন-The Centennial Issue of Arts Faculty Journal- অধ্যাপক ড. এটিএম শামসুল জোহা, কলা অনুষদ পত্রিকা (শতবর্ষ সংখ্যা)- ড. নাদিয়া নন্দিতা ইসলাম, সাহিত্য পত্রিকা (বাংলা বিভাগ-ঢাবি)- অধ্যাপক সৈয়দ মোহাম্মদ সায়েদ, -Journal of Spectrum (ইংরেজি বিভাগ-ঢাবি), অধ্যাপক জেরিন আলম- Arabic Journal, ড. মো. আর্শাদুল হাসান, Dhaka University Journal of Urdu- অধ্যাপক ড. গোলাম রব্বানী, Journal of Management (Building Organisation Sustainability & Vigilance)- ড. পারুল আক্তার, Bangladesh political science review (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ-ঢাবি)- অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, Bangladesh and the World Achievement & Future (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-ঢাবি)- অধ্যাপক ড. সঞ্জয় চক্রবর্তী, Dhaka University journal of Pharmaceutical Science Development & pharmaceutical industry in Bangladesh- অধ্যাপক ড. মোখলেসুর রহমান, The Dhaka University journal of Earth and environmental science- জেনিফার হাকিম লুপিন, Journal of Business Administration Nation Branding through business- অধ্যাপক ড. ফরহাদ আনোয়ার, Journal of the Institute of Modern Languages Issues in Modern Language Teaching & Learning- সালেহ আহমেদ, Philosophy and Progress- অধ্যাপক দিলীপ কুমার মহন্ত, একইসঙ্গে & Progress বাংলা ভার্সনে অধ্যাপক শিতুল মুনা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা : শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, Dhaka University Journal of Persian, নেয়ামতুল্লাহ ইরান যাদের, Journal of Statistical research- এল দমি দেস্কু, Bangladesh journal of Nutrition, মার্জিয়া সুলতানা, Dhaka University Journal of Biological Sciences- অধ্যাপক ইয়ারুল কবির, Dhaka University journal of Sciences- অধ্যাপক ড. এম. ফেরদৌস, Dhaka University Journal of Applied Sciences and Engineering- সুরভী আক্তার, Dhaka University Law Journal- এমেরিটাস অধ্যাপক ড. ওয়ার্নার মেনেস্কি (ইউনিভার্সিটি অফ লন্ডন) ও এমেরিটাস অধ্যাপক শফিকুল ইসলাম (ইউনিভার্সিটি অফ অস্ট্রিয়া), Dhaka University journal of Business Studies- অধ্যাপক খালেদা খাতুন।
এমএমএ/