চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে জাবিতে মানববন্ধন

চা শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মজুরি বৃদ্ধির দাবিতে চলামান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেন। বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে সাধারণ শিক্ষার্থীর আয়োজনে মানববন্ধনে দৈনিক বাগান থেকে ২৪ কেজি চা পাতা তোলার শর্তে ১২০ টাকা মজুরি থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিকের সন্তান বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রাজু নুনিয়া তিনি বলেন, নয় তারিখ থেকে চলমান আন্দোলনে রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো সাড়া পায়নি চা শ্রমিকরা। ১২০ টাকা মজুরি দিয়ে বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতিতে এ টাকায় দিনযাপন করা কীভাবে সম্ভব? সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই এটা আমাদের মাথায় ঘুরপাক খাবে। শুধু মজুরি বৃদ্ধি না চা শ্রমিকরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা শিক্ষাখাতেও বঞ্চিত চা শ্রমিকরা। দেশে প্রতিটি মানুষের ভূমির অধিকার আছে কিন্তু বছরের পর বছর একি ভূমিতে বাস করেও চা শ্রমিকদের ভূমির অধিকার নেই।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ১৫ হাজার টাকা দিয়ে যেখানে সংসার চলেনা সেখানে ১২০ টাকা মজুরি দিয়ে কিভাবে সংসার চলে। মুক্তিযুদ্ধের সময় চা শ্রমিকরা তীর ধনুক নিয়ে যুদ্ধে নেমেছিলো আজ তারা অবহেলিত। দীর্ঘ দিনের বঞ্চনা নিপিড়নের বিপক্ষে চলমান চা শ্রমিকদের আন্দোলনের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত।
এছাড়া রাকিবুল রনি বলেন, বংশপরম্পরায় একি জায়গায় গত ২০০ বছর ধরে বসবাস করছে চা শ্রমিকরা। তারপরও ওই ভূমিটা ওদের না। চা শ্রমিকের আন্দোলনের প্রেক্ষিতেই ১২০ টাকা মজুরি হয়েছে। ১২০ টাকা দিয়ে কিভাবে একটা পরিবার চলে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে তাদের জীবন আরো দূর্বিষহ হয়ে পড়ছে। এটা কি সরকার অবগত নয়। বড় বড় বিল্ডিং হচ্ছে, রাস্তা ঘাট হচ্ছে, বিশাল অঙ্কের বাজেট পাস হয় কিন্তু চা শ্রমিকের কি উন্নতি হয়।
প্রসঙ্গত, গত ৯ আগষ্ট থেকে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৪ দিন দুইঘণ্টা করে কর্মবিরতি ও গত ১৩ আগষ্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নামে চা শ্রমিকরা। শোক দিবস উপলক্ষে ১৪ এবং ১৫ আগষ্ট কর্মসূচি স্থগিত রাখা হয়। পরবর্তীতে ১৬ আগষ্ট থেকে পুনরায় কর্মবিরতি পালন করছেন তারা। দাবি আদায়ে তারা বাগান ছেড়ে রাজপথে নেমে আসেন।
এএজেড
