বশেমুরবিপ্রবিতে বিশ্ব আলোকচিত্র দিবস পালিত

১৯ আগস্ট, আজ বিশ্ব আলোকচিত্র দিবস। ছবিয়াল বা ফটোগ্রাফার, এক অতি পরিচিত নাম। কেউ শখ করে ছবি তোলে কেউবা পেশা হিসেবেই বেছে নিয়েছে এই কাজকে। মোবাইল থেকে শুরু করে দামী ডিএসএলআর ক্যামেরা, মাধ্যম যেটাই হোক কম বেশি ছবি সবাই তোলে। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করে এক ফটোওয়াকের।
আজ (১৯ আগস্ট) বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে গোপালগঞ্জের বর্নি বাওরে এই ফটোওয়াক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মুহিত সুপ্ত বলেন, বিশ্ববিদ্যালয়ের কো ক্যারিকুলাম এক্টিভিটি যেকোনো ক্ষেত্রে হতে পারে। যেটা নিয়ে সকলের প্যাসন কাজ করে। ঠিক একই ভাবে প্যাসনের জায়গা থেকে এই সোসাইটি থেকে আমরা কাজ করি।
সংগঠনটির সাধারণ সম্পাদক রুবেল শিকদার বলেন, প্যাসনের জায়গা থেকে আমরা সংগঠনকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই। সকলের প্রচেষ্টায় বিশ্ব ফটোগ্রাফিক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির আজকের ফটোওয়াক সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, ১৮৩৭ সালে নাইসফোর নিপেক ও লুইস ডেগুয়েরে ডেগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। এই উপায়ের নাম হল ডাগুয়েরিয়ো টাইপ। বিজ্ঞানী লুই ডাগুয়েরে সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিক এ উপায় আবিষ্কার করেন। তার নাম অনুসারেই ছবি তোলার এই উপায়ের নাম দেয়া হয়েছে। তখন থেকেই ফটোগ্রাফিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট সবার প্রথম ফরাসি সরকার দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন।
অস্ট্রেলীয় আলোকচিত্রী কোরস সারা পৃথিবীর সব আলোকচিত্রকারদের একত্রিত করার লক্ষ্যে 'ওয়ার্ল্ড ফটো ডে' আয়োজন করে ২০০৯ সালে। এর মাধ্যমে ১৯ আগষ্ট, ২০১০ সালে প্রথম অনলাইন গ্যালারীর আয়োজন করা হয়। এতে বিশ্বের ১০০ টি দেশ থেকে ২৭০ জন আলোকচিত্রী গ্যালারি শেয়ার করেন। এই ইভেন্টেই প্রথম আনুষ্ঠানিকভাবে 'ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে' হিসেবে পালিত হয়।
এএজেড
