৩০টি প্রতিষ্ঠান নিয়ে জাবিতে চাকরি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'প্রথম আলো বন্ধুসভা'র আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০টায় মেলাটি শুরু হয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারির পর সারা বিশ্বের মতো বাংলাদেশের কর্মক্ষেত্রেও নানা সংকট তৈরি হয়েছে। যার ফলে অনেককে চাকরি হারাতে হয়েছিল। তা ছাড়া নানা বাধার সৃষ্টি হয়েছিল শিক্ষা খাতে। ফলে শিক্ষাজীবন শেষ করতেও অনেকের লম্বা সময় লেগেছে।
তিনি আরও বলেন, যারা চাকরি দিবেন সেসব চাকরিদাতারা বলছেন যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না। 'প্রথম আলো বন্ধুসভা' কর্তৃক আয়োজিত চাকরি মেলা চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম হবে।
এবারের মেলায় ইউনিলিভার বাংলাদেশ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, পারটেক্স স্টার গ্রুপ, বিকাশ লিমিটেড, প্রাণ-আরএফএল, আকিজ গ্রুপসহ মোট ৩০টি কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
'প্রথম আলো বন্ধুসভা' জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, পরিসংখ্যান বলছে দেশে শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা ১০ দশমিক ৭ শতাংশ। কর্মক্ষেত্রের অভাবেই যে বেকারত্ব সৃষ্টি হয়েছে তা শুধু না। এই বিশাল সংখ্যক বেকার তরুণ নিজেদের যোগ্যতা ও দুর্বলতার ব্যাপারগুলো সম্পর্কে অবগত নন। ফলে নিজেদের যোগ্যতার উন্নয়ন ও কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন না। এই মেলায় চাকরি পাওয়ার পাশাপাশি চাকরির নানা প্রাসঙ্গিক বিষয়েও চাকরিপ্রত্যাশীরা জানতে পারবেন।
এসজি/
