‘এ’ ইউনিটের মাধ্যমে ভর্তি শুরু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশের অন্যতম সেরা ও প্রধান সরকারী বিশ্ববিদ্যালয়-‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ২০২১-’২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের বিভাগগুলোতে ছাত্র, ছাত্রীদের মেধাক্রম ও পছন্দানুসারে বিষয় নির্বাচন কার্যক্রমের মাধ্যমে ভর্তি শুরু হয়েছে।
‘বিষয় নিবাচন কার্যক্রম’ সম্পন্ন করবেন তারা ২৩ আগস্ট পর্যন্ত। ভর্তিও হবেন সবাই এই সময়ের মধ্যে।
‘আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে নির্বাচিত মেধাবী ছাত্র, ছাত্রীদের তাদের অনুষদগুলোর অফিসে মৌখিকভাবে অধ্যাপকদের সামনে পরীক্ষার মাধ্যমে। সেখানে তাদের ইচ্ছে, অনিচ্ছে ও মেধা যাছাই করা হবে। কে কোন বিভাগ ভর্তি হতে চায় অধ্যাপকরা জেনে নেবেন। তবে ছাত্র, ছাত্রীদের প্রত্যেককে তাদের ভর্তি পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলোর মূল মার্কশীট, মূল রেজিস্ট্রেশন নম্বরপত্রসহ সকল আসল সনদ অবশ্যই সঙ্গে আনতে হবে’-কথাগুলো জানিয়ে দিয়েছেন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন। তিনি ‘এ’ ইউনিটে ভর্তি কমিটির সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। তিনি আরো বলেছেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় তরফে তাদের সবাইকে সাবজেক্ট চয়েস ফরম দেব।’
গতকাল বৃহস্পতিবার ১৮ আগস্ট তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, “২০২১-’২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের অর্ন্তগত বিভাগগুলোর ২৬ জুলাই ‘এ’ ইউনিটের বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণরা এবং এরপর লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র, ছাত্রীরা সবাই এই ইউনিটে তাদের বিভাগগুলোতে ২৩ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবে।”
“সাবজেক্ট চয়েস পূরণ না করলে ‘এ’ ইউনিটে ভর্তির সুযোগ পাবে না তারা কেউ কিন্তু পছন্দক্রম প্রদানের পর তদানুযায়ী তাদের বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে”, বলেছেন তিনি।
“এই সময়ের মধ্যে সাবজেক্ট চয়েজ না করলে ‘এ’ ইউনিটে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে ও পরবর্তীতে কোনো বিভাগে ভর্তির কোনো ধরনের সুযোগ থাকবে না।”
এরপরের কার্যক্রম উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, “আগামী ২৫ আগস্ট আমাদের ‘এ’ ইউনিটের বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত ছাত্র, ছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
‘১-৬ সেপ্টেম্বরের মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতীত) মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে’, বলেছেন তিনি।
অধ্যাপক ড. ইলিয়াস হোসেন জানিয়েছেন, ‘পরবর্তীকালে আসন শূন্য হওয়া সাপেক্ষে শুধুমাত্র ভর্তি হওয়া ছাত্র, ছাত্রীদের সাবজেক্ট চয়েসের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন কাযক্রম সম্পন্ন করা হবে।”
‘এরপর খালি আসনের জন্য মেধাক্রম থেকে নির্বাচিত ছাত্র, ছাত্রীদের আবেদন গ্রহন করা হবে,’ জানিয়েছেন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন।
সব কার্যক্রমের প্রতিটি ধাপে তাদের বিভাগ ও অনুষদ অফিস এবং হল ও ব্যাংকে যোগাযোগ করতে হবে। ধারাবাহিক কর্মপ্রক্রিয়াটি অনুষ্ঠিত হবে।
যেকোনো প্রয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তিচ্ছু ছাত্র, ছাত্রী, তাদের পিতা, মাতা, অভিভাবকদের ০১৭০৩-৮৯৯৯৭৩ মোবাইল নম্বরটি ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ করেছেন, “ছাত্র, ছাত্রীদের যেকোনো ধরণের সমস্যার সমাধান করা হবে ও কোথাও কোনো ভুল হলে বিশ্ববিদ্যালয় নিজ দায়িত্বে তা সংশোধন করবে।”
চাইলে https://admission.ru.ac.bd/undergraduate/-এই অনলাইন ঠিকানায় তথ্য জানার জন্য যেতে পারেন তারা, বলেছেন অধ্যাপকরা।
ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার শহীদ ড. শামসুজ্জোহার ম্যুরাল। ছবিটি সাবেক ছাত্র ও আলোকচিত্রী রায়হানুল রানার তোলা।
ওএফএস।