চলে গেল চুয়েট যন্ত্রকৌশলের ‘১৬ ব্যাচ’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের ‘১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৬ আগস্ট, মঙ্গলবার, ২০২২, বেলা ২.৩০ মিনিটে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত হয়েছে বিদায়ানুষ্ঠান।
প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন ‘যন্ত্রকৌশল ১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান’র আহবায়ক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম উপস্থাপনা করেছেন।
সভাপতিত্ব করেছেন তাদের যন্ত্রকৌশলের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভিসি স্যার।
লেখা ও ছবি : জনসংযোগ বিভাগ।
ওএফএস।
