‘শিক্ষকদের মিটিং অনলাইনে নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’

লেখা : প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থায় এবং সরকারের ব্যয়গুলোতে কৃচ্ছতা সাধন, বিদ্যুত ও জ্বালানির সাশ্রয় ব্যবহার নিশ্চিতকল্পে সিদ্ধান্ত অনুসারে ৯টি বিশেষ পদক্ষেপ নিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।
গতকাল বুধবার, ২৭ জুলাই, সকালে ‘অ্যাকাডেমিক কাউন্সিল জরুরী সভা ৭২’র পর ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি তথ্যগুলো জানা গিয়েছে।
১. ১ আগষ্ট, ২০২২ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবি থেকে বুধবার স্ব-শরীরে ক্লাস ও পরীক্ষা হবে।
২. প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে।
৩. নিজস্ব ও ভাড়া করা যানবাহনসমূহের ব্যবহার সীমিত করা হবে।
৪. প্রশাসন, অ্যাকাডেমিক ও হল অফিসের সব কক্ষে এখন থেকে যে এসিগুলো আছে, যন্ত্র বন্ধ রাখতে হবে।
৫. লাইট, ফ্যানও সীমিতভাবে ব্যবহার করতে হবে।
৬. ছাত্র, ছাত্রীদের আবাসিক হলগুলোতে অবশ্যই হিটার ব্যবহার বন্ধ করতে হবে।
৭. সরকারি সিদ্ধান্ত মেনে বিশ্ববিদ্যালয়ের আপ্যায়ন খাতে সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা হবে।
৮. শিক্ষকদের কমিটিগুলোর সভা অনলাইনে আয়োজন করা হবে।
৯. প্রতি মাসে সব ব্যয় মনিটর করা হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এই বিষয়ে বলেছেন, ‘আমরা সরকারি সিদ্ধান্ত মেনে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে পদক্ষেপগুলো নিচ্ছি। সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি কঠোরভাবে নজরদারি করা হবে।’
ওএস।
