বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. ওমর ফারুক
লেখা ও ছবি : মো. বাবুল হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনসংযোগ কর্মকর্তা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুককে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’র প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়েছে।
১২ জুন ২০২২ থেকে তিন বছর-১২ জুন, ২০২৫ সাল পর্যন্ত তাকে হলটির প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করতে হবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. বাবুল হোসেন আরো জানিয়েছেন, “আইসিই বিভাগের প্রধান ড. মো. ওমর ফারুক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হবার পর বলেছেন, ‘আমি আমার সততা, মেধা ও আন্তরিকতা দিয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের আস্থা পূরণ করার চেষ্টা করবো। এ একটি গুরুত্বপূণ দায়িত্ব। এই হলের আবাসিক ছাত্রদের সমস্যাগুলো দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করব।”
ওমর ফারুক এসএসসি ও এইচএসসি রাজশাহী শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স ও মাস্টার্স। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম জীবনে তিনি চাকরি করেছেন।
শিক্ষা অন্তপ্রাণ ব্যক্তিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। ২০১৩ সালে ড. ওমর ফারুক পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন।
প্রায় এক দশক অধ্যাপনা ও বিভাগের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে চলেছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নাল’র এডিটরিয়াল বোর্ডের সদস্য, শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক-কর্মকর্তা ক্লাবের সহ-সভাপতি ছিলেন। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িয়ে আছেন তিনি।
ওএস।