‘কোনটি অপরাধ আর কোনটি নয়, জানতে হবে’
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ‘রিসার্চ মেথড ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস’ বা ‘অপরাধ বিজ্ঞান ও বিচার ব্যবস্থা গবেষণা পদ্ধতি’ সেমিনার আয়োজন করেছে আজ।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদে তাদের একটি শ্রেণীকক্ষে সেমিনারটি হয়েছে। ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুনায়েদ খান আরো জানিয়েছেন, ‘এই বিশেষ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। আলোচক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন ও নৃ-বিজ্ঞানের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ। রিসোর্স পার্সন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান। সভাপতি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসাইন।’
‘সেমিনারে ক্রিমিনোলজি, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।’
তিনি জানিয়েছেন, প্রধান অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশের পুলিশ প্রশাসনের উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। উন্নত দেশগুলোর মতো কেন আমাদের এই সেক্টরে পরিবর্তন হচ্ছে না? এসব নিয়ে আপনাদের-ছাত্র, ছাত্রী, গবেষক ও অধ্যাপকদের গবেষণা করতে হবে।’
‘প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ নিয়োগ পেলেই আমরা সবাই তাকে সম্মান করছি ও সংবর্ধনা দিচ্ছি। পেছনে অসৎ উদ্দেশ্যও থাকতে পারে। আমরা কি কোনো সুযোগ বা সুবিধা নেওয়ার জন্য কাজগুলো করছি? তাহলে এ সম্মানও এক ধরনের অপরাধ। যদিও একে সরাসরি অপরাধ বলতে পারি না। ফলে ক্রিমিনোলজির ছাত্র, ছাত্রী হিসেবে আপনারা প্রশাসন ও কর্মজীবনের যে পর্যায়েই যাবেন, অপরাধের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার সময় প্রথমে ভেবে দেখবেন, আসলেই এটি অপরাধ কি-না?’
‘ক্রিমিনোলজি সমাজবিজ্ঞান অনুষদের অন্যতম বিভাগ হওয়ার কারণ যারা অপরাধ নিয়ে কাজ করেন, তাদের সমাজের মানুষের গতিবিধি বুঝতে হয়, মানুষের পরিবর্তনের পেছনের কারণগুলো খুঁজতে হয়।’
‘এখন কেউ চুরি করলে সেটাকে সরাসরি অপরাধ বলছি, অথচ পেছনে অন্যকিছু আছে কি-না সে নিয়ে আমরা ভাবছি না। আমাদের অনুষদের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব, কোনটি অপরাধ আর কোনটি নয় এই নিয়ে গবেষণা করা।’
ওএস।