গাছ লাগালো বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে জানিয়েছেন বিভাগের ছাত্র ও ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি সফিকুল আহসান ইমন।
তিনি লিখেছেন, ‘৫ জুন, রবিবার পরিবেশ দিবসে জনসচেতনতার অংশ হিসেবে আমাদের বিভাগের শিক্ষকদের নির্দেশনা ও শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সকাল ১১ টায় র্যালি, সাড়ে ১১টায় বৃক্ষরোপন কর্মসূচি হয়েছে। প্রক্টর অধ্যাপক ড. রাজিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাজাহান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান প্রমুখ অংশ নিয়েছেন।’
“বিশ্ব পরিবেশ দিবসের যথার্থতা বিশ্লেষণ করে আমাদের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. রাজিব হোসেন বলেছেন, “প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক, সামাজিক, দল ও ব্যক্তিগত কর্মদ্যোগ এবং জনসচেতনতায় বিশ্ব পরিবেশ দিবসটি পালন করা হয়। এই দিবসেই ১৯৭২ সালে জাতিসংঘের পরিবেশ সম্মেলন শুরু হয়। এরপর থেকে ১১ দিনের সম্মেলনের প্রথম দিন ৫ জুন দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। এবার ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী। পূর্তির শ্লোগান- ‘পৃথিবী একটাই, টেকসই জীবন প্রকৃতির ঐক্যতানে’।”
তিনি আরো জানিয়েছেন, “আমাদের বিভাগের সহকারী অধ্যাপক ড. মো রাশেদুজ্জামান পবিত্র বলেছেন, ‘উন্নয়ন ও পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত থাকে। পরিবেশ নিয়ে হয়তো আগে আমাদের ভাবনা এত বেশি ছিল না। বর্তমানে অনেক ভাবতে শিখছি। কারণ আশেপাশেও পরিবেশ দূষিত হচ্ছে। তার সর্বগ্রাসী প্রভাব দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুর মধ্যে আমরা দেখছি। এজন্যই টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা জানানো ও কার্যকর করা হয়। যেসব উন্নয়নে পরিবেশ দূষণ কমে, উন্নয়নের সঙ্গে পরিবেশের মিলিতভাবে ক্ষতি কম হয়, সেসব কাজে রূপান্তরই টেকসই পরিবেশ উন্নয়ন। পরিবেশ নিয়ে চিন্তা ও কাজ করার সময় সবার থাকে। যারা পরিবেশ সচেতন, সুন্দর টেকসই উন্নয়নের জন্য তাদের সকলকেই পরিবেশ নিয়ে চিন্তা করতে হয়। আসুন সবাই একসাথে পরিবেশকে সুন্দর করে গড়ে তুলি।”
এরপর তাদের বিভাগের উদ্যোগে সন্ধ্যা ৭ টায় কালেকটিভ অ্যান্ড ট্রান্সফরমেটিভ অ্যাকশন টু প্রটেক্ট অ্যান্ড রিস্টোর আওয়ার প্লানেট’ অনলাইন সেমিনারটি হয় বলে প্রতিনিধি জানিয়েছেন। বলেছেন, ‘প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহাজাহান। অতিথি ছিলেন প্রক্টর ড. রাজিউর রহমান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া। ছিলেন নেদারল্যান্ডের ইউট্র্যাকক্ট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আরেক কৃতি বাঙালি ড. বিশ্বজিৎ মল্লিক, অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির ‘লাইফস্ট্রং ইঞ্জিনিয়ারিং’ বিভাগের রিসার্চ প্রগ্রাম ম্যানেজার সারা জাবীন।” অনেক ছাত্র, ছাত্রী এবং শিক্ষকও এই আয়োজনে ছিলেন বলে তিনি বলেছেন।
ওএস।