পরিবেশ দিবসে গাছ লাগালো ‘বাউয়েট’
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’।
তারা ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন খুব ভালোভাবে।
৫ জুন ‘বাউয়েট নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লাব’ ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের আয়োজন করেছে সবার সাহায্যে।
তারা নানা কর্মসূচি পালন করেছেন।
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
তিনি বলেছেন, ‘সারা বিশ্বের মতো আমাদের বাউয়েট ক্যাম্পাসে পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। আমরা অনেক কাজ করছি। এই দিবসকে ভবিষ্যতে আরো উৎসবমুখর, ভালোভাবে উদযাপনের সব রকমের সহায়তা প্রদান করা হবে।’
পরিবেশ দিবসের সকালে বাউয়েটের সব অধ্যাপক, ছাত্র, ছাত্রী, কর্মকর্তা ও কমচারীরা বর্ণাঢ্য র্যালি করেছেন।
বাউয়েট প্লাজা থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে করে প্লাজায় ফিরে আসেন তারা।
একে, একে পরিবেশ সচেতনতা বৃদ্ধির আলোচনাসভা, বৃক্ষরোপন অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন।
আলোচনা অনুষ্ঠানে ‘রিসোর্স পারসন’ হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অন্যতম প্রধান সরকারী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিবিদ্যার অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান।
সার্বিক তত্বাবধান করেছেন বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলী।
এই আলোচনা ও সব কার্যক্রমে অংশ নিয়েছেন বাউয়েট রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন।
ছিলেন প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, সব অনুষদের ডিন, বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানের শেষে উপাচার্য বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
ওএস।