সমালোচিত নাভিন জিন্দাল ও নুপূর শর্মা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পাটি বা বিজেপির দেশীয় মুখপাত্র নুপূর শর্মা। মোটে ৩৭ বছরের তরুণী রাজনীতিবিদটি টিভিতে মুসলমানদের শেষ নবী হযরত মুহম্মদ (সা:) ও তার তৃতীয় স্ত্রী হযরত আয়েশা (রা.) বয়সের পার্থক্য নিয়ে কটুক্তি করে সমালোচনার জন্ম দিয়েছেন। রাজনৈতিক ফয়দা হাসিলের এই কাজে অংশ নিয়েছেন তার চেয়ে বয়সে অনেক বড় ৫২ বছরের হরিয়ানা রাজ্যের রাজনীতিবিদ, সাবেক লোকসভার সদস্য ও কোটিপতি শিল্পউদ্যোক্তা নাভিন জিন্দাল। তিনি ‘জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড’র চেয়ারম্যান। নাভিন বিজেপির দিল্লি ইউনিটের প্রধান। অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষটিও মহানবী (সা.)কে কটুক্তি করে টুইটারে পোষ্ট দিয়েছেন।
এই দুই নামী বিজেপির রাজনীতিবিদের অন্যায় কাজের প্রতিবাদে ও বাংলাদেশের নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিবেকবান শিক্ষক ও ছাত্র, ছাত্রীরা।
গতকাল ০৯ জুন, বৃহস্পতিবার, দুপুর ১২টায় রাজশাহী বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের বরণ্যে ব্যক্তিদের কবরস্থান বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেছেন তারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাণপুরুষের নামে গড়া ‘শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন’, বিখ্যাত প্যারিস রোডে প্রতিবাদ মিছিলটি করেছেন। বিক্ষোভ পরবর্তী মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ প্রতিবাদে বলেছেন, ‘পৃথিবীর সবচেয়ে উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র এখন ভারত। তারা আমাদের সর্বকালের, সর্বশ্রেষ্ঠ রাসূল (সা:) নিয়ে কটূক্তি করেছেন। বিজেপি এর আগে ভারতের মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছে। এই কাজ নিয়ে জাতিসংঘ নিন্দা করেছে। আমরা ৯০ শতাংশ মুসলিমের রাষ্ট্র বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও স্পষ্ট প্রতিবাদ চাই। এ দেশে ভারতীয় পণ্য ও টিভি চ্যানেল বন্ধের দাবি করি।’
পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্সের ছাত্র আমান উল্লাহ বলেছেন, “মহানবী (সাঃ)’র বিরুদ্ধে কটুক্তি স্বভাবতই মুসলমানদের মনে আঘাত হেনেছে। এহেন অন্যায় বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ভারতকে নিন্দা ও ধর্মীয় সম্প্রীতির আবেদন জানানোর আহবান জানাই।”
ওএস।