ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল
ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ, সিএসই বিভাগের শিক্ষার্থী হাফেজ মো. সোলাইমান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিন মাহমুদ প্রমুখ।
ভারত সরকারের সরাসরি ইন্ধনে নবীকে নিয়ে কটূক্তি করার কারণে মোদি সরকারকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে এবং দোষিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল-পটুয়াখালী মহাসড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে তিনি মহানবী (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। এতে বিশ্বের মুসলিমদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এমএসপি