সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় উদীচী জবি সংসদের শোক
চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকণ্ডের ঘটনার কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য উদীচীর সকল শিল্পী-কর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি বিনীত আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন উদীচী জবি সংসদের সভাপতি আহসান হাবীব বিপু এবং সাধারণ সম্পাদক মামদুদুর রহমান মুক্ত। একইসাথে উপর্যুক্ত ঘটনার যথাযোগ্য সত্য তদন্তের দাবী জানিয়েছেন উদীচী জবি সংসদের নেতৃবৃন্দ। বুধবার (৮ জুন) উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের দপ্তর সম্পাদক দূর্বা পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়েছে।
শোকবার্তায় উদীচী জবি সংসদ জানায়, গত ০৪ জুন ২০২২, শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সকল শ্রমজীবী মেহনতি মানুষ, অগ্নি নির্বাপণ কর্মী, পুলিশ সদস্য, শিশু সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই ঘটনায় প্রায় ৫০ জন নিহত এবং দুইশত পঞ্চাশের অধিক আহত হন। এই ঘটনার সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি করছে উদীচী জবি সংসদ।
নেতৃবৃন্দ আরও জানান, এ ঘটনায় আহত ও পুড়ে যাওয়া মানুষের আর্তনাদে চট্টগ্রামের হাসপাতালগুলোর বাতাস ভারী হবার খবর জাতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের সাধারণ মানুষ, চবির শিক্ষার্থী ও অন্যান্য সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টা এই ট্রাজেডি কে সামাল দিতে এগিয়ে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে এমন ঘটনা খুবই কষ্টদায়ক। ঘটনার আংশিক তদন্তে জানা গেছে ডিপোতে যে ধরণের কেমিক্যাল রাখা ছিল তার কোন অনুমতিপত্র ছিল না এবং অগ্নি নির্বাপন কর্মীদের আধুনিক সরঞ্জমাদির সংকট। প্রতিবছর বাজেটে সামরিক ও নিরাপত্তা খাতে বাজেট লক্ষ্যণীয় হলেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা কে কেন আধুনিকীকরণ করা হচ্ছেনা এ বিষয়ে সরকারকে আরও নজর দেওয়া উচিৎ।
উল্লেখ্য, আসন্ন ১লা আষাঢ়, ১৫ জুন ২০২২ এ বর্ষাকল্প আয়োজন সীতাকুণ্ড ট্রাজেডিতে মৃত্যুবরণকারী সকলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে বলে সম্পাদক মণ্ডলীর মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ষাকল্প আয়োজন তাঁদের প্রতি উৎসর্গের পাশাপাশি পরিবেশনার থীম সীতাকুণ্ড ট্রাজেডিকে কেন্দ্র করে নির্ধারিত হবে।
এএজেড