বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যাপকদের কর্মবিরতি স্থগিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে বাবার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র অধ্যাপকরা নির্দিষ্ট দাবীতে আন্দোলন করছেন।
এই খবরের পর বিশ্ববিদ্যালয়টির অন্যতম সাংবাদিক, ছাত্র ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি সফিকুল আহসান ইমন জানিয়েছেন, ‘চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।’
তিনি লিখেছেন, “শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক সমিতির দাবিসমূহ নির্দিষ্ট সময়ের যথাযথভাবে বাস্তবায়ন করবেন। না হলে সমিতি পুনরায় কর্মসূচি ঘোষণা করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।”
এর আগে তারা সমিতির অফিসে আলোচনা করেছেন।
১ জুন একাডেমিক কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। অব্যাহত আন্দোলনকারীরা আজ ৭ই জুন পর্যন্ত তিন দফা দাবি পূরণের জন্য চেষ্টা করছেন।
ওএস।