‘স্বাধীনতাবিরোধী শক্তি ষড়যন্ত্র করলে বঙ্গবন্ধু পরিষদ রুখবে’
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘কোনো স্বাধীনতা বিরোধী শক্তি কুমিল্লা নিয়ে ষড়যন্ত্র করলে বঙ্গবন্ধু পরিষদ রুখে দেবে’-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও আওয়ামী লীগ সভানেত্রীকে কটুক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশ কাজী ওমর-মাহাবুব গ্রুপের মানববন্ধন হয়েছে ও পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী এই ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লার একমাত্র সরকারী বিশ্ববিদ্যালয়টির ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য’র সামনে তাদের বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক ভূঁইয়ার উপস্থাপনায় তারা এই মানববন্ধন করেছেন।
বক্তব্য দিয়েছেন সভাপতি কাজী ওমর সিদ্দিকী ও অন্যান্যরা।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদ একাংশের সদস্যরা, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেছেন, ‘আমি শুরুটা এভাবে করতে চাই, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুখে দিতে চায়, তারা বাংলাদেশকে রুখে দিতে চায়। যারা পঁচাত্তরের হাতিয়ার নিয়ে শ্লোগান দেয়, তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী জিয়াউর রহমানের অনুসারী। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বললে বলবো, আমদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ মাননীয় উপাচার্য স্যারকে এর দায়িত্ব দিয়েছেন। যদি কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে বঙ্গবন্ধু পরিষদ মাঠে থেকে তা রুখে দেবে।’
এই মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ও প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পগুলোকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী অপশক্তিগুলো জেগে উঠেছে। তারা আবারও দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। স্বাধীনতার পক্ষের শক্তি হেরে যাওয়া মানে দেশ হেরে যাওয়া। শেখ হাসিনাকে থামিয়ে দেয়া মানে দেশকে থামিয়ে দেয়া। আমরা যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা তা হতে দিতে পারি না। আমাদের সবার সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।
ওএস।