চ্যাম্পিয়ন ভলিবল দল ‘দুরন্ত’
আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ভলিবল প্রতিযোগিতার ফাইনাল হয়েছে। ৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ অফিসার বাবুল হোসেন।
এই খেলাটি উপভোগ করেছেন ও পুরস্কার বিতরণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
তিনি শেখ হাসিনা ছাত্রী হলে বিকাল ৫ সাড়ে পাঁচটায় প্রতিযোগিতাটির শেষ ম্যাচটি দেখেছেন ও খুব আনন্দ পেয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী থাকার সময় ইতিহাসের প্রথম সেরা ছাত্রী নিজেও শুরুর আগে ছাত্রীদের সঙ্গে ভলিবল খেলেছেন। তাতে বিশ্ববিদ্যালয়ের সবাই উৎসাহিত হয়েছেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন তাদের শেখ হাসিনা হল প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু, ‘পাঁচ জুন বিশ্ববিদ্যালয় দিবস খেলাধুলা উদযাপন উপ-কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামান, সদস্য ড. রাহিদুল ইসলাম ও ইফফাত আরা প্রমুখ।
হলের ছাত্রীরা, মহিলা কর্মকর্তা, কর্মচারীরা খেলাটি উপভোগ করেছেন।
ফাইনালের আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেছেন, ‘খেলাধুলাই দিতে পারে আমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর মন। খেলার মাধ্যমে আমাদের শরীর-মন সতেজ, সজীব ও প্রাণবন্ত থাকে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘ব্লু’ ছাত্রী বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের মেয়েদের খেলাধুলায় আরো মনোযোগী হতে হবে। অন্যান্য সবকিছুর মতো খেলাধুলায়ও আমাদের মেয়েরা অনেক দূর এগিয়েছে। তারা দেশের গন্ডি পেরিয়ে বাইরেও ভালো খেলে দেশের ও দশের মুখ উজ্জ্বল করছে। তারা যেন খেলতে পারে ও খেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে, সেজন্য তাদেরকে সাহস, শক্তি ও উৎসাহ যোগাতে হবে। তাহলে মেয়েরা আরো ভালো খেলতে পারবে।’
এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভলিবলের ফাইনালে খেলেছে দুটি সেরা দল ‘দুরন্ত’ ও ‘দুবার’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুরন্ত চ্যাম্পিয়ন হয়েছে।
ছবি : নিজে খেলে ফাইনালের উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও চ্যাম্পিয়ন দল দুরন্তের সঙ্গে তিনি।
ওএস।