বিতর্ক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে জবি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার তৃতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মঙ্গল শোভাযাত্রা' দলকে হারিয়ে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি 'একাত্তরের গণহত্যা ভাষ্কর্য' দল কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।
শুক্রবার (৩ জুন) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৪টি দল অংশ নেয়। এর ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি 'একাত্তরের গণহত্যা ভাষ্কর্য' দলটি সেরা আটে জায়গা করে নিয়েছে।
এ ব্যাপারে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীদের নিয়ে গঠিত বিতর্ক সংগঠন। আমরা প্রতিনিয়ত বিতর্ক চর্চা করে যাচ্ছি। এরই ফল হিসেবে আমাদের আজকের সফলতা। আপনাদের দোয়ায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাফল্য ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এএজেড