‘তোমরা কী জানো, খেলা মানব সংস্কৃতির অন্যতম উপাদান?’
লেখা ও ছবি : জুনায়েদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১ জুন ২০২২ তারিখ থেকে শুরু হয়েছে ‘চিটাগাং ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট প্রিমিয়ার লিগ।’
বাংলাদেশের অন্যতম সেরা, বৃহৎ ও নয়নাভিরাম এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি বা রসায়ন বিভাগের সব বর্ষের ছাত্র ও শিক্ষকরা প্রতিযোগিতাটিতে খেলছেন।
দর্শক তাদের বিভাগেরই অধ্যাপিকা, ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মকর্তা, কর্মচারীদের কেউ, কেউ এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
কেন্দ্রীয় খেলার মাঠে সেদিন বিকাল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেছেন রসায়ন বিভাগের নামকরা অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেছেন, ‘আমাদের এই সুন্দর ক্যাম্পাসে ঘুরে বেড়ালেই চলবে না। পড়ালেখায় পড়ে থাকলে হবে না। তোমরা কী জানো, খেলা মানব সংস্কৃতির অন্যতম উপাদান?’
অধ্যাপক ড. বেনু কুমার দে আরো বলেছেন, ‘খেলা শরীরচর্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য। এই খেলার মাধ্যমে তোমাদের সবার মধ্যে ভাতৃত্ব, সৌহাদ্য, সম্প্রীতি, সহায়তা, নিয়মানুবর্তিতা ও নেতৃত্ব দানের গুণাবলী বিকশিত হয়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপ-উপাচার্য তার বিভাগের ছাত্র, ছাত্রী ও খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সবাইকে খেলোয়াড়সুলভ আচরণ করে আম্পায়ারের সব সিদ্ধান্ত মেনে নেবার নির্দেশ দিয়েছেন তিনি।
অধ্যাপক ড. বেনু কুমার দে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করেছেন ও নিয়মিত তাদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বলেছেন।
এই প্রতিযোগিতার উদ্বোধন ও খেলাগুলোর দর্শকদের মধ্যে আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নামকরা অধ্যাপকরা। তাদের মধ্যে রসায়নের চেয়ারম্যান অধ্যাপক ড. দেবাশীষ পালিত, অধ্যাপক ড. মো. মনির উদ্দিন, অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, সহকারী অধ্যাপক ড. ফনীভূষণ বিশ্বাস প্রমুখ রয়েছেন।
ওএস।