ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে সিট ৯৩৩, ফরম বিক্রি ৩৩ হাজার ৬শ ৯৫টি
প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে তৈরি রংপুরের সরকারী ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)তে আজ নিয়মানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-’২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই উপ-কেন্দ্রে ব্যবসায় শিক্ষা অনুষদের বিভাগগুলোর ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।
মোট ১ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু ছাত্র, ছাত্রী অংশগ্রহণ করেছেন, জানিয়েছেন প্রতিনিধি।
তিনি বলেছেন, সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন ক্লাসরুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষাটি হয়েছে।
জানিয়েছেন, “এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে সাধারণ ছাত্র, ছাত্রীদের ৯শ ৩০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৬৯৫টি।”
“প্রতিটি আসনে সবগুলো উপ কেন্দ্র ও মূল কেন্দ্র-‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ ক্যাম্পাস মিলিয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন প্রতিটি আসনের জন্য ৩৩ জন।”
ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরো লিখেছেন, ‘পরীক্ষা শুরু হবার পরই অধ্যাপকরা কঠোরভাবে দায়িত্ব পালন শুরু করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান তার ক্লাসরুমগুলোতে টহল দেওয়া শুরু করেন।’
‘পরীক্ষা শেষে একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে যান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা তাকে চিকিৎসা প্রদান করেন ও এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে বাড়িতে পৌছে দেওয়া হয়েছে।’
এই ছাত্র-সাংবাদিককে পরীক্ষার আগে বেরোবির প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেছেন, ‘বেরোবি উপাচার্য স্যারের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে সকল ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’
তিনি পরীক্ষা শেষে জানিয়েছেন, “আজকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ও মহান দায়িত্ববোধে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
বেরোবির প্রক্টর সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ও বাজে পরিস্থিতি মোকাবেলায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল শিক্ষক কঠোর অবস্থানে আছেন। বাকি পরীক্ষাগুলোতেও কেউ অসুদাপায় অবলম্বন করলে তাকে পরীক্ষার হল থেকে নিয়মমাফিক বের করে দেওয়া হবে।’
তিনি বলেছেন, ‘ফলে আমরা আশা করি, সামনের পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।’
ওএস।