ই-ক্যাবে প্রার্থী সোনারগাঁওয়ের প্রতিষ্ঠাতা
সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, শিক্ষা-উদ্যোক্তা, সংগঠক ও ‘যাচাই.কম’র প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল আজিজ এবারের ই-ক্যাব নিবাচনের অন্যতম প্রার্থী।
১৮ জুন হবে ই-ক্যাবের ২০২২-’২৪ দুই বছর মেয়াদের কাযনিবাহী কমিটি নির্বাচন। তারা হবেন চতুর্থ কমিটি।
তাদের নয়জন পরিচালক পদে তিনি অন্যতম। বলেছেন, ‘আমি ই-ক্যাবের সব সদস্যদের প্রার্থী। ইনশাআল্লাহ জয়ী হলে স্থায়ী কার্যালয় করব। প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিতে কাজ করব।’
আবদুল আজিজ আরো বলেছেন, ‘আমি একটি ছোট ই-কমার্স যাচাই.কমের প্রতিষ্ঠাতা ও আপনাদের সদস্য। উদ্যোক্তা হিসেবে সৎভাবে ই-কমার্স করতে নানা প্রতিকূলতা, সমস্যার মুখোমুখি হয়েছি। বারবার স্বপ্ন ভেঙ্গে হতাশায় নিমজ্জিত হয়েছি, প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। হাল ছাড়িনি।’
‘বার বার মনে হয়েছে, যে যুদ্ধ একা চালিয়ে যাচ্ছি, কাউকে যদি কাউকে পাই? যারা সমস্যাগুলো সমাধানে ঠিক পরামর্শগুলো দেবেন, সাহস দিয়ে যুদ্ধ জয়ে আমাদের সহযোগিতা করবেন। ই-কমার্স করছি বলে কটি সমস্যা চিহ্নিত করতে পেরেছি। এই খাতের সবার সমস্যাগুলো সমাধানে ই-ক্যাবের সব সদস্য প্রতিষ্ঠানের কল্যাণে, ই-ক্যাব সদস্যদের স্বার্থ এবং অধিকার আদায়ে কাজ করব। এজন্য ই-ক্যাব নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
‘নির্বাচিত হলে ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য নিজেকে নিবেদিত রাখব। আগামী দিন গুলোতে ই-কমার্স সংক্রান্ত বিষয়ে সদস্যদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে সমস্যা চিহ্নিত করব ও সমস্যাগুলোর তালিকা করে প্রতিটি সমস্যা সমাধানের উদ্যোগী হব।’
তিনি আরো জানিয়েছেন, ‘ই-ক্যাবের সব সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মতামত বিবেচনায় নিয়ে তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। পাঁচ মাস অন্তর মতামত গ্রহণ করব। তাদের মতামতের ভিত্তিতে সব কাজের অগ্রগতি ও অসম্পূর্ণ কাজের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিব।’
ওএস।