নবীনরা এলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে
বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে প্রতিষ্ঠিত তার জন্মভূমি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীণবরণ হয়েছে। নতুনরা বিশ্ববিদ্যালয়ে মেধা, যোগ্যতা ও অনেক সংগ্রামের পর ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পেরে খুব খুশি হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আড্ডাস্থানগুলোতে তারা ভীরু, ভীরু পায়ে গিয়েছেন ও পুরোনোদের সাহায্যে গল্প ও তাল মেলানো শুরু করেছেন।
এই ছাত্র-ছাত্রীরা সবাই বিজ্ঞান অনুষদের। নতুনদের জন্য তাদের প্রতিটি বিভাগ ও পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম. মাহবুব। তিনি তার ছাত্র ও বিশ্ববিদ্যালয়ের ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধি সফিকুল আহসান ইমনকে বলেছেন, ‘আমাদের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সিনিয়র ছাত্র, ছাত্রীদের একটিই উদ্দেশ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ছাত্র, ছাত্রীদের ভালো করে বরণ। তাদের আগামী দিনগুলো গড়ে দেওয়া।’
তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের ওরিয়েনটেশনের সিদ্ধান্ত হয়েছিল। তবে বিশেষ কারণে বাতিল করা হয়েছে। প্রতিটি বিভাগ আলাদাভাবে বরানানুষ্ঠানে প্রশাসনের সহযোগিতায় অংশ নিয়েছে।’
তারা জানিয়েছেন, ৩১ মার্চ থেকে তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মে মাসে ওরিয়েন্টেশন হয়েছে।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন তো সাংবাদিক ভাইয়া তার সাক্ষাৎকার নেবেন-এই খুশিতে নিজের নামটিই বলতে ভুলে গেলেন। তবে দারুণ মেধাবী ছাত্র, ছাত্রীদের এইজন বলেছেন, ‘প্রথম দিনের বিশ্ববিদ্যালয়ের অনুভূতি তো কোনোদিন ভোলার নয়। এই ক্যাম্পাস দারুণ সুন্দর। বিভাগের অফিসে গিয়েছি। ক্লাসমেটদের সঙ্গে পরিচয় হয়েছে। সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হচ্ছে। আমাদের অধ্যাপকরা দারুণ ভালো। খুব যোগ্য।’
ওএস।