ল্যাপটপ উপহার পেলেন আইইউবির ৮৩ জন অধ্যাপক
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও পূর্বাণী গ্রুপের মালিক, সিইও আবদুল হাই সরকারের পক্ষ থেকে ল্যাপটপ দেওয়া হয়েছে ৮৩ জন পূর্ণকালীন অধ্যাপককে।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবি ক্যাম্পাস মিলনায়তনে ২৫ এপ্রিল ২০২২ একটি অনুষ্ঠানে তাদের ল্যাপটপ উপহার দিয়েছেন তারা।
সেখানে আরো ছিলেন আইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য তৌহিদ সামাদ, তানভির মাদহার ও এ. কাইয়ুম খান।
আইইউবি উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র সাবেক ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অন্যান্যদের মধ্যে ছিলেন।
আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই সরকার তার বক্তব্যে বলেছেন, ‘আজকের পৃথিবীতে পড়ালেখা, বিদ্যার্জন ও গবেষণায় কম্পিউটারের কোনো বিকল্প নেই। উন্নত প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে টানা তিনটি দশকে আমরা সবাই যে সুনাম অর্জন করেছি, সেগুলো অনন্য। আগামীতেও ধরে রাখতে অধ্যাপকদের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতেই হবে। তার বাদেও শিক্ষার মান ধরে রাখতে, উন্নত করতে এবং আরো ভালো পরিবেশ গড়ে তুলতে আপনাদের মানের কোনো বিকল্প নেই।’
উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান বলেছেন, ‘আইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্যরা সবসময় আমাদের শিক্ষা ও গবেষণা এবং মানোন্নয়ন কার্যক্রমে নিষ্ঠা, একাগ্রতা ও ভালবাসায় সস্পৃক্ত থাকছেন, সবসময় সমর্থন প্রদান করে চলেছেন। তাতে উচ্চশিক্ষা ও গবেষণায় আমরা উৎকর্ষতা অর্জন করেছি। এজন্য তাদের প্রচুর অবদান রয়েছে।’
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)’র ‘শহীদ খালেক ও মেজর সালেক বীরউত্তম স্মৃতি ট্রাস্ট’র পৃষ্ঠপোষকতায় ট্রাস্টি বোর্ডের সদ্য সাবেক সভাপতি এ মতিন চৌধুরীর উদ্যোগে, ২০২১ সালের অক্টোবরে প্রথম পর্যায়ে কজন পূর্ণকালীন শিক্ষককে এমন অত্যন্ত মানসম্পন্ন ল্যাপটপ উপহার দেয়া হয়েছে।
ছবি : ল্যাপটপ হাতে দারুণ খুশি কয়েকজন অধ্যাপক।
ওএস।