বেরোবিতে ঈদের ছুটি এক মাস হলো
লেখা ও ছবি : ইভান চৌধুরী
রমজান মাসের শব-ই-কদর, জুমা-তুল-বিদা ও ঈদের ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পযন্ত দেওয়া হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। গতকাল বৃহস্পতিবার ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে প্রশাসন ১৬ মে করেছেন। ফলে পুরো এক মাসের ছুটি পেল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত রংপুরের বিশ্ববিদ্যালয়টি।
এর কারণ হলো, আগে মোটে ১০ দিনের ছুটি পেয়ে ব্যক্তিগত, আলাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র, ছাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা ঈদের পরে মোটে দুই দিনের ছুটি পেয়ে খেপেছেন।
প্রশাসন নজরে এনে ছুটি বাড়িয়েছেন বলে জানিয়েছেন ঢাকাপ্রকাশ ২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইভান চৌধুরী। এবার ছাত্র, ছাত্রীরাসহ সবাই সন্তুষ্ট।
চট্টগ্রামের ছেলে সহিবুল জানিয়েছেন, ‘আমি মোটে প্রথম বর্ষে পড়ি। বাড়ির জন্য মন কাঁদে। নবীণবরণের পর আর তো বাড়ি যাওয়া হলো না। দীর্ঘদিন পর বাড়িতে গিয়ে কদিন থাকতে না পরলে দূরের যাত্রা, বাড়ি ফেরার আনন্দ মাটি হবে। ফলে ছুটি বাড়িয়ে দিয়ে তারা আমাদের কৃতজ্ঞতার পাত্র হলেন।’
ময়মনসিংহের আরেকজন নিজের খুশি জানাতে গিয়ে নাম বলতে ভুলে গিয়েছেন। আর ইভানও অন্যদের মতো জীবনের শেষ বেলায় ছুটি পেয়ে খুশিতে নাম জানতে ভুলেছেন। সেজন বলেছেন, ‘আমাদের কথা ভেবে ছুটি বাড়িয়ে দেওয়ায় আমাদের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগের ছুটিতে ভোগান্তি বাড়বে বলে মনে হয়েছে। এখন ঈদ বরং আনন্দের হলো।’
ওএস।