ইস্ট ওয়েস্টের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’
বাংলাদেশের অন্যতম সেরা ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে তাদের সুবিশাল ও অত্যন্ত মানসম্পন্ন গ্রন্থাগারে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্ণার উদ্বোধন করেছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমানের দায়িত্ব পালনকালে তার পিএস বা একান্ত সচিবের দায়িত্ব পালন করা প্রখ্যাত আমলা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ইস্ট ওয়েস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বিশেষ কর্ণার উদ্বোধন করেছেন।
তিনি তার বিশ্ববিদ্যালয়ে জীবনের সেরা সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করার সৌভাগ্যকে স্মরণীয় করে রেখেছেন ও তার স্মৃতিমাল্য আগামী প্রজন্মের হাতে তুলে দিয়েছেন।
ইস্ট ওয়েস্টের বঙ্গবন্ধু কর্ণারের তথ্য, উপাত্ত নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে উচ্চতর গবেষণা ও ডিগ্রি করা যাবে।
আজ বঙ্গবন্ধুর পিএস অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের জীবনের একটি বিশেষ দিন। কেননা জীবনের পড়ন্ত বেলায় এই কৃতি মানুষটি-বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ তারিখে কর্ণারটি উদ্বোধন ও চালু করে দিয়েছেন।
অসাধারণ, আবেগময় ও মমস্পর্শী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ‘স্মৃতিফলক’ আছে গ্রন্থাগার ভবনের এই কর্ণারে। তিনি আছেন কাঁচের দেওয়ালের ভেতরে।
তার লেখা ও তার ওপর লেখা অনেক, অনেক দারুণ বইতে সাজানো ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্ণার।
প্রধান অতিথি হিসেবে শেখ মুজিবুর রহমানের পিএস, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, “বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ও বিকাশের ইতিহাস জানতে হলে আমি নিশ্চিত, সবাইকেই বঙ্গবন্ধুকে পাঠ করতে হবে। আমাদের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্ণার এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকমন্ডলীসহ সব ছাত্র, ছাত্রীকে বাংলাদেশের জন্মদাতা ও প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার নামে পরিচালিত বাঙালির মুক্তিযুদ্ধকে বিশদভাবে জানার সুযোগ করে দেবে। আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবসময় মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলেছে।”
এই বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি র্বোডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. জিয়াউল হক মামুন ছাড়াও প্রক্টর, রেজিষ্ট্রার, অনুষদগুলোর ডিন, বিভিন্ন বিভাগের অধ্যাপক, আগ্রহী ছাত্র, ছাত্রী, লাইব্রেরিয়ান ও তার কর্মী বাহিনী উপস্থিত ছিলেন।
ওএস।