নজরুল বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজের ‘গ্রন্থাগার’ চালু হলো
লেখা ও ছবি : আতোয়ার রহমান
বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’র ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’র বিভাগীয় গ্রন্থাগারটি চালু হয়েছে। পাশাপাশি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্ণার’ রয়েছে।
দেয়াল আলমারিতে বিশেষভাবে জানানো বঙ্গবন্ধু কর্ণার। আর পুরো লাইব্রেরিটি দারুণ। বসার ও মিটিং করার ব্যবস্থা আছে পড়ার টেবিলেই। অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে ফুল দিয়ে এই বিভাগের ছাত্র, ছাত্রীরা বরণ করে সম্মান জানিয়েছেন।
গতকাল বুধবার ক্লাস শেষে বিভাগের ‘গ্রন্থাগার ও বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেছেন তাদের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শ্রেণীকক্ষ, বিভাগীয় অফিস ও গ্রন্থাগার দুটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনের আট তলায়।
উদ্বোধন শেষে কৃতি অধ্যাপক ও লেখক অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা উন্নত আগামীর জন্য যে অভিযাত্রা শুরু করেছি, তার অন্যতম অর্জন ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের গ্রন্থাগার রুম ও বঙ্গবন্ধু কর্ণার’। আমি আশা করি, আপনাদের সবার কাজে লাগবে এই বিপুল, উন্নত সংগ্রহশালা।”
ছাত্রছাত্রী ও অধ্যাপকদের তিনি বলেছেন, ‘আপনাদের সবাইকে আরো পড়ালেখায় মনোযোগ দিতে হবে। যেকোনো ভালো ছাত্র, বা ছাত্রীর, বিশ্ববিদ্যালয়ের মানুষের ভালো গ্রন্থাগার প্রয়োজন। ভালো পরিবেশ লাগে। সেগুলোর যোগান এই জগৎ।’
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের গ্রন্থাগার চালু করতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন ভিসি স্যার। ফলে আরো বলেছেন, ‘আপনাদের মতো সবাইকে ধীরে, ধীরে কর্মমুখী শিক্ষার দিকে যেতে হবে। আপনাদেরও এই জীবনের প্রতি আগ্রহী হতে হবে। কেননা, চাকরির ওপর নির্ভরশীল হয়ে থাকা যায় না, যাবে না। সরকারের ওপরও নয়। আমাদের নিজেদের কমসংস্থান নিজেদেরই করতে হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে। কবে সরকারী চাকরি হবে সেই লড়াই আর নয়।’
এই মহৎকর্মে অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঙ্গে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জালাল উদ্দিন, রেজিস্ট্রার ড. হুমায়ূন কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক ড. তুহিন অবন্ত।
তাদের সঙ্গে ছিলেন এই আয়োজনের প্রাণ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহমুদ সিকদারসহ বিভাগের সব শিক্ষক ও অনেক ছাত্র, ছাত্রী।
এখানে ইফতার করেছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্যরা।
ওএস।