ছাত্রদের উপর পুলিশ হামলা করে বাড়াবাড়ি করেছে: অধ্যক্ষ
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন বলেছেন, ছাত্রদের উপর পুলিশের হামলা করে বাড়াবাড়ি করেছে।
তিনি বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকান মালিক-কর্মচারী ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। ছাত্রদের উপর পুলিশের হামলা করে অতিরিক্ত করেছে। আমি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের ব্যবসায়ীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা নিয়ে সার্বিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন বলেন, ‘ছাত্রাবাস বন্ধ বা খোলা রাখার ক্ষমতা কলেজের নেই। হল বন্ধের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। যদি খোলা রাখা হয় সেই সিদ্ধান্ত মন্ত্রণালয় দেবে।’
শিক্ষার্থীদের অভিযোগ কয়েকজন পুলিশের নির্দেশে তাদের উপর হামলা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে টিয়ারশেল নিক্ষেপ হয়েছে এ বিষয়ে তদন্ত কমিটি এবং আইনি পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত এ অধ্যক্ষ বলেন, এই বিষয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। আমাদের কলেজের শিক্ষকরা এবং আমি নিজেই নিরাপত্তাহীনতায় আছি। আমরা সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
কেএম/এমএমএ/